—————————————-
শের-ই-মহীশূর টিপু সুলতান
(এস এম মনিরুজ্জামান আকাশ)
আজ গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি ভারতীয় উপমহাদেশের এক মহান স্বাধীনতা সংগ্রামী, বীরযোদ্ধা, মহীশূর রাজ্যের সুলতান টিপু সুলতান’কে। তার জন্ম ও তাঁর জীবন-কর্মের উপর একটু নজর ফেলা যাক!
শৈশব ও যৌবনঃ
২০ নভেম্বর ১৭৫০ ইং ভারত বর্ষের বেঙ্গালুরু থেকে ২০ মাইল উত্তরে দেভান হাল্লী নামক স্থানে মহাবীর টিপু সুলতানের জন্ম হয়। ছোটবেলা থেকেই তিনি দুঃসাহসী ও বুদ্ধিমান ছিলেন। তাঁর পিতা হায়দার আলী ছিলেন একজন সাহসী ও বিচক্ষন সেনাপতি। টিপু সুলতান তাঁর পিতার কাছ থেকে সামরিক শিক্ষা লাভ করেন এবং ধীরে ধীরে এক দক্ষ সেনাপতি হয়ে ওঠেন।
শাসনকাল ও যুদ্ধঃ
১৭৮২ সালে তিনি মহীশূরের সিংহাসনে আরোহণ করেন। তাঁর শাসনকালে মহীশূর রাজ্য একটি শক্তিশালী রাজ্যে পরিণত হয়। তিনি ইংরেজদের বিরুদ্ধে তিনটি যুদ্ধে অংশগ্রহণ করেন। তাঁর সাহস, বুদ্ধিমত্তা এবং সামরিক কৌশলের জন্য ইংরেজরা তাঁকে ‘শের-ই-মহীশূর’ (মহীশূরের বাঘ) উপাধি দেন।
সামরিক কৌশল ও আধুনিকী করণঃ
টিপু সুলতান ছিলেন একজন দূরদর্শী শাসক। তিনি মহীশূরের সেনাবাহিনীকে আধুনিকায়নের ছোঁয়ায় পূত পবিত্র করেন। তিনি রকেট, কামান এবং অন্যান্য আধুনিক অস্ত্রশস্ত্রের ব্যবহার শুরু করেন। তাঁর সামরিক কৌশল এবং আধুনিকী করণের কারণে মহীশূর রাজ্য ইংরেজদের জন্য একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে।
ধর্মীয় সহিষ্ণুতাঃ
টিপু সুলতান একজন ধর্মীয় সহিষ্ণু শাসক ছিলেন। তিনি হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের প্রতি সমানভাবে আচরণ করতেন। তিনি বিভিন্ন ধর্মের ধর্মীয় উপাসনালয় মন্দির ও মসজিদ গির্জা নির্মাণে অর্থ সাহায্য করতেন।
মৃত্যুঃ
১৭৯৯ সালে চতুর্থ মহীশূর যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে টিপু সুলতান শাহাদত বরণ করেন। তাঁর মৃত্যুর পর মহীশূর রাজ্য ইংরেজদের দখলে চলে যায়।
ঐতিহাসিক গুরুত্বঃ
টিপু সুলতান ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী। তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে ভারতের স্বাধীনতার জন্য অনুপ্রেরণা জুগিয়েছিলেন। তাঁর জীবন ও কর্ম সর্বদা আমাদের অনুপ্রাণিত করবে। আমরা বীর বাঙ্গালী জাতির বীর সন্তান হিসেবে
আজকের দিনে টিপু সুলতানকে একজন বীরযোদ্ধা হিসেবে স্মরণ করবো, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোওয়া করবো। তাঁর জীবন ও কর্ম আমাদের শিখিয়ে দেয় যে, স্বাধীনতার জন্য লড়াই করা কতটা গুরুত্বপূর্ণ। আগ্রাসী মনোভাবাপন্ন স্বদেশী শোষক, পরদেশী শত্রুসহ বহিঃশত্রুর বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করে মাতৃভূমিকে রক্ষা করতে হয় মহান বীরযোদ্ধা টিপু সুলতান আমাদের কে শিখিয়ে গেছেন।
এ ছাড়াও আমাদের গৌরবোজ্জ্বল মহান মুক্তিযুদ্ধেও আমরা শিখেছি আমাদের পূর্বসুরী মহান বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে তাদের আত্মত্যাগ ও রক্ত প্রান মা বোনদের প্রাণ-সম্ভ্রম বিলিয়ে দেওয়ার মহত্ব দেখে!
আজকে মহাবীর টিপু সুলতান ও তাঁর আদর্শকে অনুসরণ করার শপথ নিই। মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী, আত্মদানকারী শহীদদের আত্মবিসর্জন কে লালন করে এ বক্ষে পদক্ষেপে জনকল্যাণে সংগ্রাম করে দেশের অগ্রগতি অম্লান রাখতে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে মুল্যায়ন করি…..
✒️🎤এস এম মনিরুজ্জামান আকাশ
কবি-কলামিস্ট, সাংবাদিক ও গবেষক,
চলনবিল, পাবনা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট