মো: নাঈম
নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় ২০২৪ এর জুলাই –আগস্টে ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এক স্মরণসভার আয়োজন করা হয় । মঙ্গলবার ( ২৬ নভেম্বর ) বেলা ৩ টায়, উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আবদুল্লাহ আল মামুন, উপজেলা বি,এন,পি সভাপতি সরদার আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, পৌর বিএনপি সভাপতি শেখ সেলিম হোসেন, সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।
সভায় বক্তারা,জুলাই –আগস্টে নিহত ছাত্র জনতার হত্যার বিচার দাবি করেন,আহতদের সু চিকিৎসা নিশ্চিতের আহব্বান জানান, সেই সাথে দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান ।
স্মরণসভা শেষে ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট