এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স)কলেজ,
চাটমোহর, পাবনা।
সতর্কতার সাথে বলো কথা ও মনোযোগী হও কাজে-
তবেই তুমি স্ব-সম্মানে মুল্যায়িত হবে আজকের সমাজে,
যত্রতত্র অমীয় বানী জ্ঞান দান করোনা সানন্দে প্রকাশ-
হবে অকালে সম্মানহানিতে অপদস্থ তোমার হবে সর্বনাশ!
ভাবতে হবে তোমাকে সমাজে তুমি প্রতিবাদী ও সজ্জন-
হয়তো লোকে ভাবতে পারেে তুমি নওতো যাচিত জন,
তুমি কিন্তু মানুষ বাস্তবে নওতো এক চোখা তোষামোদি-
মিছিলে মিটিংয়ে শুনি তোমার বজ্রকন্ঠ স্বর প্রতিবাদী।
মানুষের তরে বলো কথা; মিথ্যার প্রকাশ্য শুত্রু রুপে-
তুমি কলম চালাও মুক্তির তরে আল্লাহ আকবার জঁপে,
হয়তো তুমি দেখিছো দোষ আজ প্রতিপক্ষের দৃষ্টিপটে-
থাকো প্রস্তত নিজ দোষ ধরতে প্রায়োগিক প্রেক্ষাপটে।
তোমার একাগ্রতাই সাহস জোগাবে,দেখাবে বিস্তৃত পথ-
তুমি সাবধান হও সিদ্ধান্ত গ্রহনে;দৃষ্টিপাতে হও চতুর সৎ,
তোমার সাথে আছে সখ্যতা অনেকেরই শত্রুতাও সাথে-
নীতি নৈতিকতা দিওনা তুলে নীতি বর্জিত নেতার হাতে!
তুমি সজাগ হও সচেতন চেতনা লালনকারীদের কথায়-
হবেনা তুমি দিশাহীন পথভ্রষ্ট নষ্ট রাজনীতি সম্পৃক্ততায়,
তুমি দেশপ্রেমিক;তুমি জনতা,তুমি বীর বাঙ্গালীর সন্তান,
কথা বলবে ভেবে চিন্তে নাড়ীর টানে বজায়ে আত্মসম্মান।
তুমি বিপ্লবী; তুমি প্রতিবাদী তুমি নওতো বর্গি বা আগ্রাসী-
প্রমান করতে হবে কৃতকর্মে আমি দেশ মা-কে ভালোবাসি,
চলবেনা মহাজন পূঁজিপতির সাথে যার কুটকৌশলে দেশ-
বিলীন হয়েছে আবহ চিত্তে হারিয়ে গতি প্রকৃতি পরিবেশ……
(তারিখঃপঁচিশে নভেম্বর ২০২৪ ঈশায়ী,
রাত০৯:২৫_০৯:৪৫, সোমবার, মহকক,চলনবিল, পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট