কলকাতা প্রতিনিধি- আসাদ আলী- দৈনিক খবর পদ্মা সেতুঃ
গত ২৭/ ১১/ ২০২৪ তারিখ কলকাতা কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে দুপুর দুটো থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কলকাতা ছাড়াও দূরদূরান্তের জেলাগুলি থেকে কবি সাংবাদিক সাহিত্যিক প্রমুখ গুণীজনদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সমাজধারা পত্রিকার সহ-সম্পাদিকা সুজাতা ঘোষের দক্ষ সঞ্চালনা এবং সুচিতা গাঙ্গুলীর সহযোগিতায় সমাজ ধারার কবি সম্মেলন টি যথার্থই সুন্দর ও উপভোগ্য হয়ে ওঠে।
সম্পাদক সোমনাথ ঘোষ মহাশয়ের স্বাগত ভাষণের মধ্য দিয়ে সভার সূচনা। সোমনাথবাবু তাঁর ভাষণে খুব স্বাভাবিকভাবেই তুলে ধরেন কবি অরণ্যক বসুর অসুস্থতার কথা, এবং তাঁর পাশে দাড়ানোর আবেদন রাখেন। তুলে ধরেন ধনঞ্জয় ঘোষাল ও কবি অরুণ কুমার চক্রবর্তীর প্রসঙ্গ। এক মিনিট নীরবতা পালন করা হয় ধনঞ্জয় ঘোষাল ও ‘লাল পাহাড়ের দেশে যা’ র স্রষ্টা প্রয়াত কবি অরুণ কুমার চক্রবর্তীর প্রতি সম্মাননা ও শ্রদ্ধায়। মঞ্চে ডেকে নেওয়া হয় অতিথিদের- প্রধান অতিথি কবি- সাংবাদিক ও চিকিৎসক আসাদ আলী মহাশয়কে। ডাকা হয় অন্যান্য বিশিষ্ট অতিথি ডক্টর অমিতাভ দত্ত, শ্রীমতি সুস্মিতা মুখার্জি, শ্রীমতী স্বাতী সিংহ রায়, কবি কৌশিক গাঙ্গুলী, লেখিকা মানসী রায় চট্টোপাধ্যায়, কবি ও সাংবাদিক আশীষ ব্যানার্জিকে। তারপর ছিল কবিতা পাঠ। কবিতা পাঠের মাঝে মাঝে গান ও শ্রুতি নাটক। কবিতা পাঠ করেন সুতপা ধর চ্যাটার্জি, শুভশ্রী দত্ত, কুনাল রায়, স্বপ্না দত্ত চৌধুরী, মিতালী দাস চক্রবর্তী, তমসা শ্রীমানি, ডক্টর অমিতাভ দত্ত, শ্রীমতি সুস্মিতা মুখার্জি, আসাদ আলী, শ্রীমতি স্বাতী সিংহ রায়, কৌশিক গাঙ্গুলী, মানসী রায় চট্টোপাধ্যায় প্রমুখ। ধনঞ্জয় ঘোষালের স্মৃতির উদ্দেশ্যে তাঁরই লেখা শ্রুতি নাটকটি অসাধারণ দক্ষতায় ফুটিয়ে তোলেন সহ সম্পাদিকা সুজাতা ঘোষ মহাশয়া। গান করেন রিনা দত্ত, মিতালী গোস্বামী, প্রতিমা কর্মকার, অনিন্দ্য ঘোষাল, বিপুল পাল চৌধুরী, সমাপ্তি সংগীত- কবি অরুণ কুমার চক্রবর্তীর ‘লাল পাহাড়ির দেশে যা’ করেন গোপা আচার্য।
সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় সম্পাদক সোমনাথ ঘোষ মহাশয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট