মো: নাঈম
নড়াইল জেলা প্রতিনিধি!!
নড়াইল জেলার কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের নলডাঙ্গা গ্রামে কালিয়া বড়দিয়া রাস্তার দক্ষিণ পাশে১ ডিসেম্বর সকাল ৮ টায় পথচারীরা একটি মৃতদেহ দেখতে পেয়ে কালিয়া থানা সংবাদ দেয়। সংবাদ পেয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম, এস,আই, রেজাউল হক,এস,আই আনিছুর রহমান ( ডি,বি) সঙ্গী ও পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মৃত্যু দেহ উদ্ধার করে। ঘটনাটি সোশ্যাল মিডিয়া এবং লোকমুখে এলাকার ছড়িয়ে পড়লে নিহতের আপন ভাই, লাভলু লস্কার ঘটনা স্থলে ছুটে আসে এবং নিহত ব্যক্তি তার ভাই বলে সনাক্ত করে। ঘটনা স্হলে উপস্থিত লোক জন ও তার আপন ভাইয়ের নিকট থেকে জানা যায়। মৃত্যুের নাম শওকাত লস্কর পিতার নাম আমজেদ হোসেন লস্কর, সে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটা কোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের বাসিন্দা, পেশায় একজন ভ্যান চালক। সে গত রবিবার বড়দিয়া বাজার এলাকা থেকে নিখোঁজ হয় অনেক খোঁজার পর না পেয়ে তার ভাই নড়াগাতী থানা একটি সাধারণ ডাইরি করে। কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম সাংবাদিক দের জানান এ বিষয় পুলিশ প্রশাসন গুরুত্ব দিয়ে তদন্ত করবে এবং অপরাধীদের আইনের আওতায় শোপার্দ করা হবে । লাশ ময়না তদন্তের জন্য নড়াইল জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মো: নাঈম ,
নড়াইল জেলা প্রতিনিধি
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট