খবর পদ্মা সেতু নিউজ
শংকরপুর বেজপাড়া চোপদার পাড়া মাদক ব্যবসায়ী মুন্না ও তার স্ত্রীকে মাদকসহ আটক করা হয়
রবিউল আলম মুন্না (৪৫) পিতাঃ বদু মিয়া গ্রামঃ বেজপাড়া পোষ্টঃ যশোর সদর জেলা যশোর
পাপিয়া বেগম ( মুন্নার স্ত্রী)
মাদক বহন কারী রিকশা চালক রমজান ,পিতা: আজগর আলী
গাজা ৩ : ৪৫০ কেজি। নগদ ৭০৮৪৮ টাকা। ইন্ডিয়ান ১১৮০ টাকা। পাসপোর্ট ০৮ টি। মাদক বহনকারী রিকসা ০১ টি। মোবাইল ফোন ০৬ টি। বৈদেশিক মুদ্রা ১১৮০ টাকা।
পরবর্তীতে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট