এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।
একদিন হেরে দেখো-
পরে জিতবে তুমি,
পরাজিত হওয়া জীবনকে-
কভুও ভেবোনা মরুভূমি,
হারলে জয়ের প্রকৃত মুল্য বোঝা যায়-
হেরে হেরেই মানুষ পায় সুনিশ্চিত বিজয়…
না হারলে তুমি বুঝবেনা জয়ের মুল্য-
কারে বলে ও কত মায়া মাখা,
না হেরে কেউতো পায়নি এ জগতে-
এ বিশ্ব চরাচরে দ্বীপ্ত বিজয়ের দেখা ।
হারজিত খেলা মজা দায়ক মনে করে-
পেতে পারো অভিজ্ঞতার রাজ্য ভব সংসারে…
পেতে স্বাদ হারজিত খেলায়-
নাম লেখাও এখনই প্রতিযোগীতায়,
দেখবে পিছনে আছে অনেক-
লোক তোমাকে দেখতে বিজয়ীর পাতায়!
ভেবোনা পরাজয়ের কথা মনোবল বিহীন-
আত্মবিশ্বাসে পাবেই তুমি স্বপ্ন রঙ্গীন দিন……
(রচনাকালঃ;২রা ডিসেম্বর ২০০৯ ঈশায়ী,
বুধবার,দুপর-১২:১২__১৪+২:০০_২০৫,(১৪-১২)
মহকক,চলনবিল পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট