এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।
এসেছিলে জান্নাত থেকে যে ফিরে গেছো সেথায়-
এগার মাস দোওয়া দাক্ষিণ্যে কেটেছে তব শুণ্যতায়,
তোমার অবস্থান ছিলো মহৎ কর্মে জগত সংসারে-
কর্মের মাঝেই রবে বেঁচে আর কভু আসবেনা ফিরে!
প্রতিটি মুহূর্তে তোমায় অনুভব করি নিঃসঙ্গতায়-
ভালো থেকে তুমি কবর মাঝে বাবা খোদার কৃপায়,
তোমার বিদেহী আত্মার মাগফিরাত করি কামনা-
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে এ বাসনা!
তুমি জন্মদিয়েছো বলে দেখি পৃথিবীর আলোকধারা-
জ্ঞান বিবেক বোধকে লাগাবো কাজে হবোনা ছন্নছাড়া,
সৎপথে রবো আজীবন;হালাল খেয়ে বন্দেগীতে সময়-
ন্যায়নীতি আদর্শে আমার চলার পথ যেনো সরল হয়।
লোকে বলে তোমার ছেলে হতে পারি যেনো তোমার মতই-
সৎকাজের আদেশ দানের সময় যেনো হাতে থাকে বই,
খারাপ কাজের প্রতি থাকে যেনো কঠোর নিষেধ আমার-
নেক সন্তানের নেক দেওয়ায় তুমি হয়ে যাও পরকাল পার!
বাবা তুমি ছিলে অবিচল নীতি নৈতিকতা আদর্শের কান্ডারী-
রাসুল (সাঃ) এর জীবনাদর্শে চলে তোমার মত জীবন গড়ি,
শিখিয়েছো নিজে কম খেয়ে খাবার তুলে দিতে লোক মুখে-
কিযে পরম প্রশান্তি মেলে হৃদয়ে; বুক ভরে যায় দ্বীপ্ত সুখে।
সুসন্তান বলো বা নেক সন্তানই বলো আমি তোমার সন্তান-
তোমার দোওয়ায় হোক আমার ন্যায় নিষ্ঠায় সফল অবস্থান,
হোক জগত সংসার বরকতময় পিতামাতার জন্য বঙ্গভূমি-
সকলের যেনো জন্ম নেয় নেকসন্তান দোওয়া করো বাবা তুমি…
(তারিখঃ পহেলা ডিসেম্বর ২০২৩ঈশায়ী,
রাতঃ ১২:১০__১২:৩৫, মহকক,চলনবিল, পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট