তালায় বন বিভাগের অভিযানে তক্ষক উদ্ধার, আটক এক যুবক
তালায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার অভিযানে একটি তক্ষক উদ্ধার সহ ব্যবসায়ী আবুল কালাম আজাদকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা প্রদান করা হয়েছে। বুধবার(০৭ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার একটি ইউনিট ও সেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ডলাইফ মিশনের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে ইসলামকাঠী সড়কের কাঠালতলা মোড় সংলগ্ন সড়ক থেকে মোঃ আবুল কালাম আজাদকে একটি তক্ষকসহ আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তিকে সাতক্ষীরা জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ সপ্তাহ বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অভিযান পরিচালনা করেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার মৎস্য বিশেষজ্ঞ মো: মফিজুর রহমান চৌধুরী, স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ড লাইফ মিশনের সভাপতি সাংবাদিক বিএম জুলফিকার রায়হান,সাধারণ সম্পাদক রাশেদুল বিশাস সহ বনকর্মীদের সমন্বয়ে গঠিত একটি ইউনিট।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট