এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর পাবনা।
(সুত্রঃ লার্নেড নুসরাত জাহান লাকী
ফরিদপুর জেলা বার অ্যাসোসিয়েশন-কে উৎসর্গীত)
ভাবনার চিত্তে তুমি দোলাচলে প্রেমে উঁকি দাও সারাক্ষণ-
তোমার চিত্তে বয়ে যায় সময় বাঁধা পড়তে এ বিরাগী মন,
তোমার চোখের গভীর সমুদ্রে এ মন চায় কাটতে সাঁতার-
নিঃরস জীবনে এনেছো নির্মল সজীবতা দুর করে আঁধার!
তোমার হৃদয়ের গহীনে পুঞ্জীভূত সবটুকু আবেগ উচ্ছ্বাস-
খুঁজে ফেরে প্রকৃত মানুষ যার বুকে হবে তোমার বসবাস,
হোঁচট খেয়ে পড়ে যায় তোমার সাদা মন ভালোবাসা পেতে-
হয়তো খোঁজ যাকে তীব্র উন্মাদনায় সে আছে অন্যাত্র মেতে!
তোমাকে জানার বোঝার সময় নেই যে একদম তার হাতে-
হয়তো তার প্রেম বেলাভূমিতে নেই তুমি আবৃত নয়ন পাতে,
তোমার নয়নে সে এক মহানায়ক হওতো নও তুমি নয়নে-
ভাবো নিবিড় ভাবনায় তাহারে সেতো ভাবেনা কেন ক্ষনে!
হয়না তো এই সংসার ধর্মে টেকসই একতরফা ভালোবাসা-
সরল সাবলীল মুক্তপ্রেমের কলরবে যাচিত জন পায় হতাশা,
বড় প্রেম শুধুই কাছেই টানেনা দুরেও ঠেলে দেয় কাব্যবানী-
প্রকৃত প্রেম মানুষকে করে প্রেমে সাবলম্বী কখনোবা ঋনী!
ভাবনায় তোমায় হলো আঁকা বিষাদে বা হরষে কবিতায়-
বুঝবে মন মনের ওজন চাওয়া-পাওয়া বাস্তবতা প্রত্যাশায়,
প্রকৃত প্রেম মুক্ত থাকে মুক্তির মিছিলে মন মন্দিরে সরব-
বুকের গহীনে পুঞ্জীভূত থাকে উচ্ছ্বাসে ভালোবাসা নিশ্চুপ নিরব…
(তারিখঃ ৩০ নভেম্বর ২০২৪ ঈশায়ী, মহকক, চলনবিল,পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট