✒️এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।
মিশিলা তোমার জন্য এই বুকের গহীনে-
মিশিলা তোমার জন্য এই বুকের গহীনে-
জমিয়েছি ভালোবাসা দিনে-দিনে।।
তোমার ভাবনায় এ বুক তোলপাড় করে-
তোমার ভালোবাসায় এ মন যায় যে ভরে।।
মিশু তোমার বুকের জমি আমি নিয়েছি কিনে-
জমিয়েছি ভালোবাসা দিনে দিনে…
ও…ও… তুমি তো জানোনা তুমি কত যে আপন-
তোমায় নিয়ে স্বপ্ন দেখে আমার এই পাগল মন।।
ভালোবাসায় ভালোবেসে তোমার হৃদয় নেবো কিনে-
জমিয়েছি ভালোবাসা দিনে দিনে…
ও…ও… শুণ্য এই বুক তোমার ভালোবাসা চায়-
চায়না বাঁচতে তোমায় বিহীন বাঁচার মিথ্যা আাশায়।।
এই বুকে সুখে-দুঃখে গড়েছো বসতি প্রেমের কারনে-
জমিয়েছি ভালোবাসা দিনে দিনে।।
মিশিলা তোমার জন্য এই বুকের গহীনে-
জমিয়েছি ভালোবাসা দিনে দিনে।।
(তারিখঃ আঠাশে নভেম্বর ২০২৪ঈশায়ী,
মহকক,চলনবিল, পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট