কলমেঃ মোল্লা মোহাম্মদ আলী ক্লে
তারিখঃ ১১/১১/২০২৪
ষোলো বছরের ক্ষত সারাতে
ষোলো টি মাসতো দিবে,
ষোলো মাস পরে না হয় তাহার
কিছুটা হিসাব নিবে।
ষোলো বছরে করিয়া গিয়েছে
লক্ষ কোটি ঋণ,
কোথায় ছিলো সুশীল সমাজ
বলোনি তো কোন দিন।
চাকরি যাবে পদ হারাবে
তাই কি ছিলে চুপ
স্বাধীনতা আজ দিয়েছে বলে
মুখ চলছে খুব।
নব্বই দিনে নয় শত দাবি
করছো দিন আর রাতে
দেশটা ছাড়া কি দিয়েছো
বলোনা তাদের হাতে।
ঝাড়ুদার হতে মন্ত্রণালয়
গড়েছো চোরের খনি,
দাবিদাওয়ার নামে আসছো কারা
সেটাও আমরা জানি।
পুলিশ, আনসার, হিন্দু সেজেছো
সেজেছো রিকসাওয়ালা,
ইসকন সেজে কেটেছো তোমরা
আইন জিবীর গলা।
অনেকেই বলে হুজুগের জাতি
সত্যি যদি হই তাই,
একবার হুজুগ উঠলে দেখবে
তোমাদের কেউ নাই।
একটা মরলে শত হয়ে আসি
প্রতিশোধের শপথ নিয়ে
শুনে রেখো আজ লাফাচ্ছো যারা
ভারতের ইন্ধন পেয়ে।
জেনেরাখা ভালো ভারত আমাদের
ইজারাদার নয়,
যতই বড় হোক না শত্রু
আমরা করি না ভয়।
আমাদের নেতা রাসুলে করিম
সত্যের পথে লড়ি,
সব শকুনের ভেঙে দিবো ডানা
আবার যদি ধরি।
নেতা যাদের পালিয়ে গিয়েছে
বীজ রয়েছে দেশে,
বারবার তারা আসবে ফিরে
বহু রুপ বহু বেশে।
তাই বলি কেহ পা দিয়ো না
ষড়যন্ত্রের ফাঁদে,
তোমাদের ভুলে মুক্তি সেনারা
আবার যেন না কাঁদে।
কে কার লোক গ্রাম মহল্লায়
অজানা নাই কারো,
অন্যের কথায় কান না দিয়ে
একটু ধৈর্য্য ধরো।
কালো মেঘটা ভেঙে পড়েছে
মুছে যাবে তার ধোয়া,
স্বাধীনতার ফল অচিরেই পাবে
মিলবে সুখের ছোয়া।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট