খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ রিশাদ হোসেন
-বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১৪১ তম শহীদ মুজাহিদুল ইসলামের ১২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ০৬ ডিসেম্বর (শুক্রবার) সকালে উপজেলার সাকোর পাড় আকবর আলী শাহ্ দাখিল মাদ্রাসায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তর।
ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তরের সেক্রেটারি মো. রাশেল রানার সঞ্চালনায় ও জেলা সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মু. অহিদুল ইসলাম আকিব,বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলার সাবেক আমীর মাওলানা আফতাব উদ্দিন মোল্লা, খানসামা উপজেলা জামায়াতের সাবেক আমীর এবং শহীদ মুজাহিদুল ইসলাম এর গর্বিত বাবা মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর সভাপতি রেজওনুল ইসলাম, খানসামা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আনিসুর রহমান ও সেক্রেটারী মো. সামিউল ইসলাম, দিনাজপুর শহর সাবেক সভাপতি মো. মশিউর রহমান রাজু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা সভাপতি মো. জাকিরুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন- শহীদের রক্ত কোনদিন বৃথা যাবেনা। শহীদ মুজাহিদুল ইসলামের রক্তের বিনিময়ে এদেশে দ্বীন প্রতিষ্ঠা আন্দোলন আরো বেগবান হবে। তিনি ছিলেন সততা, দক্ষতা, দেশপ্রেমের মূর্ত প্রতীক। তিনি ছিলেন জুলৃম অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন। ন্যায় ও সত্যের পতাকাবাহী এক সিপাহসালার। কেয়ারটেকার সরকারের দাবি আদায়ের আন্দোলনে তিনি যে আপসহীন ভূমিকা পালন করে গেছেন তার জন্য দেশবাসী তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
নেতৃবৃন্দ আরো বলেন, আমরা আল্লাহর দরবারে বিচার দিয়ে রাখলাম এবং দোয়া করি শহীদ মুজাহিদুল ইসলামের।শাহাদাতের বিনিময়ে আল্লাহ যেন এদেশকে ইসলামের জন্য কবুল করেন। বাংলাদেশ কে সন্ত্রসীদের কবল থেকে মুক্ত করুন। শহীদ মুজাহিদুলের রেখে যাওয়া অপুর্নাঙ্গ কাজ সমাধান করার তাওফিক যেন আল্লাহ আমাদের কে দান করেন। আমীন।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের দিনাজপুর জেলা সাহিত্য সম্পাদক মমিনুল ইসলাম,দাওয়াহ সম্পাদক শহিদুজ্জামান,অর্থ সম্পাদক মিজানুর রহমান জাহিদসহ ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আলোচনা সভা ও দোয়া শেষে শেষে শহীদ মুজাহিদের কবর জিয়ারত করেন জামায়াত-শিবিরের উপস্থিত সকল নেতৃবৃন্দ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট