সরকারি এডওয়ার্ড কলেজ থেকেঃ
সম্মানিত সাবেক ছাত্র-ছাত্রীবৃন্দ,
আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, পাবনার এডওয়ার্ড কলেজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের রিইউনিয়ন আয়োজনের জন্য প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে।
রিইউনিয়নের সম্ভাব্য তারিখ:
ঈদুল ফিতরের তৃতীয় দিন (দিনব্যাপী)।
রেজিস্ট্রেশন ফি:
প্রতি সদস্য ২০০/- টাকা।
রেজিস্ট্রেশন সংক্রান্ত যোগাযোগ:
নিম্নোক্ত সদস্যদের সঙ্গে যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে অনুরোধ করা যাচ্ছে:
১. তারেক মাহমুদ পলাশ: 01713728264
২. মোঃ মোশাররফ হোসেন: 01713734345
৩. মোঃ মাহবুল আলম (ওসি): 01719461515
৪. মোঃ আনিছুর রহমান: 01748926628
৫. মোঃ তানভির আলম: 01740818913
৬. মোঃ ইরবাহীম খলিল (খোকন): 01732123365
৭. তৌহিদুল ইসলাম তুষার: 01724365631
উদ্দেশ্য:
বন্ধুদের সঙ্গে পুরনো স্মৃতিচারণা, নতুন পরিকল্পনা এবং সম্পর্ককে আরও দৃঢ় করা।
আশা করি, সকলে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নির্ধারিত সময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আপনার অংশগ্রহণ আমাদের আয়োজনকে সফল করবে।
—
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:
মোঃ ওমর ফারুক (আহ্বায়ক): 01723662273
তারেক মাহমুদ পলাশ (সাধারণ সম্পাদক): 01713728264
আয়োজক কমিটি
এডওয়ার্ড কলেজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
২০০৭-০৮ শিক্ষাবর্ষ
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট