মোঃ নাঈম কালিয়া, নড়াইল
“নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সোমবার ( ৯ ডিসেম্বর ) সকাল ১১ টায় কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও জয়ীতা সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আবদুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু রায়হান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাজাহান মিয়া, একাডেমি সুপার ভাইজার শারাফাত হোসেন, উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা কেয়া দাস, প্রেস ক্লাব কালিয়া, সভাপতি শেখ ফসিয়ার রহমান, সাংবাদিক নাঈম হোসেন, উজ্জ্বল শেখ, পুলোক কুমার ঘোষ, তাপস কুমার দাস, প্রিন্স দাস, মামুনুর রশীদ, সুমন শেখ, দিদার হোসেন, সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও সুধীজন। আয়োজক কমিটির পক্ষ থেকে উপজেলা পর্যায়ে ৪ ক্যাটাগারিতে ৪ জন নারী কে জয়তী সন্মাননা স্মারক উপহার দেওয়া হয়।
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী জেসমিন নাহার, সফল জননী সন্ধ্যা রানী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা রাবেয়া সুলতানা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা পারভীন ইসলাম কে এই জয়ীতা সংবর্ধনার সম্মাননা দেওয়া হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট