এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স)কলেজ,
চাটমোহর,পাবনা।
(সুত্রঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র সুস্থতা ও
দীর্ঘায়ু কামনায় ও পদ্মা সেতু দৃশ্যমান হওয়াতে)
সর্বাগ্রে শুকরিয়া করছি প্রভূ দয়াময় তোমার-
কৃতজ্ঞতা জানাই তব দরবারে শত কোটি,
তুমি মহান, তুমি ন্যায়ের কর্তব্যে সদা উদার-
করেছো ধন্য বাঙ্গালী জীবনে পুর্ন পরিপাটি!
তুমি মালিক হে মাবুদ মান-সম্মান দেবার এ ভবে-
যাকে ইচ্ছা তুমি ভূষিত করো যাচিত সম্মানে,
তুমি একক অদ্বিতীয় স্বত্ত্বা; তুমি ছাড়া আর কে হবে-
করি তব প্রার্থনা দিবস-রজনী ক্ষণে তব গুনগানে…
তুমি করেছো দান মহত্বে মহানুভবতায় এ ধরায়-
শেখ হাসিনাকে ষোল কোটি মানুষের কল্যানে,
তোমার প্রতি ধন্য বাঙ্গালি জাতি তব রহমত কৃপায়-
তোমাকে স্মরি কর্ম-ধর্মে তোমার নির্দেশিত পথ প্রাণে…
তুমি করো অধিষ্ঠিত যাকে ইচ্ছা তাকেই সিংহাসনে-
তোমার ইচ্ছার প্রতিফলনেই চলে; চলছে বিশ্ব সংসার,
তোমার চাওয়ায় চলি আমরা বলি কথা উচ্চারনে-
তুমিই শ্রষ্ঠা; তুমিই শ্রেষ্ঠ তুমিই প্রশংসার দাবীদার!
বাঙ্গালি জাতির জন্য যোগ্য প্রধানমন্ত্রী করেছো দান-
এ যে বাঙ্গালীদের প্রতি তোমার অনন্য শ্রেষ্ঠ উপহার,
শুকরিয়া ওগো প্রভূ তোমার দরবারে হে মহান-
বরকত-ফজীলতে প্রধানমন্ত্রীকে তব প্রেমধন্যে করো উজার!
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তুমি দীর্ঘায়ু সুস্থতা দান করে-
চলমান গতিশীলতায় রেখো বাংলার মসনদে নীতিতে অবিচল,
দাও তারে ঈমানী শক্তি রুহানী তাজাল্লী তোমার পথ প্রখরে-
সেবার গতিতে তেজোদীপ্ত করো তার দৈহিক-মনোবল!
হে প্রভূ মানবতার জয়গান সমুন্নত করো তার হাতে ভিত্তিতে শরীয়ার-
মনোপূত করে তোমার তারে পরিচালিত করো তব কৃপায়,
তোমার ইচ্ছা ও চাওয়ার বাইরে নেইতো পথ যাবার-
তোমার রহমত নেক দৃষ্টি এ মন সদা ফজল-করমে চায়…
তুমি চেয়েছো বলেই আজও শেখ হাসিনা আছে সিংহাসনে-
হে প্রভূ তুমি তার নেক কাজের হয়ে যাও নির্দেশক,
চালাও তুমি এ বিশ্ব! কে আছে মাবুদ তুমি বিনে-
তোমার ইচ্ছায় চলে সংসার ইহলোক-পরলোক!
পদ্মা সেতু তোমার রহমত ও কৃপার অপার নিদর্শন-
তুমি সুন্দর তাইতো আজো সাবলীল দেখি এই ধরা,
তোমার কৃপার আঁধারে আজো বাঙ্গালি জাতি চিরন্তন-
তাই তো রেখেছো শেখ হাসিনাকে জনসেবায় দাওনি পীড়া!
(তারিখঃ ১০ই ডিসেম্বর ২০২০ ঈশায়ী,
১১:৪০_NY1-রাত১২:০৫,মহকক,চলনবিল, পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট