হুমায়ুন কবির
তোমাকে খুব আড়াল থেকে দেখেছি,
ভেবেছিলে তুমি চলে গেলে
তোমাকে আর খুঁজবো না কোনদিন”
না ঠিক তেমন মানুষ নই আমি।।
চিন্তা চেতনার মধ্যে দিয়ে জীবনের
বাকি পথ পাড়ি দিবো,
সে ভাবনায় তুমিই বেঁচে থাকবে।।
তোমাকে বেমালুম ভুলে যাবো
নাহ্ ঠিক তেমন মানুষ নই আমি।।
কলেজ জীবনে যে গল্পটা শুরু হয়েছিল
শুধু তোমাকে নিয়ে,
সেই তুমি আসবে বলে প্রতিক্ষা আমার।।
জীবনের ঠিক পড়ন্ত বেলায় এলে তুমি,
তোমাকে ভুলে যাবো
তেমন মানুষ নই আমি।
জীবন যুদ্ধে যখন তুমি শুধু নিজের ভালোটাই
বেছে নিলে সুখের আশায়
ঠিক তখনই তুমি নিজেকে আড়াল করেছিলে।
আমার কথা ভুলে গিয়ে
খুব বেশি কিছু না থাকলেও
তোমার আত্মবিশ্বাস তোমাকে
বহুদূর নিয়ে গেছে, তাতে কোন দুঃখ নাই।।
দুঃখ শুধু একটাই এখন তুমি সুখে নাই।
(১১-১২-২০২৪)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট