এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর,পাবনা।
শীতল রক্ত টগবগিয়ে উঠেছিলো সেদিন রনাঙ্গনে একাত্তরে-
থামাতে পারেনি দামাল ছেলেকে নববধূর মেহেদী রাঙ্গা হাত,
গেছে ছুটে উন্মাদনায় শৃঙ্খলাবদ্ধ পতাকাকে উড়াতে উপরে-
রক্ত প্রানের বলিদানে থামেনি যুদ্ধ, ভীতি ও দূরদর্শিতায় সংঘাত!
ধরতে মাথার উপরে স্বাধীন বিজয় নিশান সাড়ে সাত কোটি-
মুখে-মুখে ধ্বনিত প্রতিধ্বনিত হতো জয় বাংলা বাংলার জয়-
বিলিয়ে বুকের তাজা রক্ত করেছে এ মাতৃকার রুপ পরিপাটি-
করেছিলো দান সেদিন জয় বাংলা স্লোগান কাঙ্খিত বিজয়!
মুখে মুখে উচ্চারিত হতো রনাঙ্গনে বীরকন্ঠে পদ্মা মেঘনা যমুনা-
দিয়েছিতো রক্ত; আরো দেবো রক্ত পরাধীনতা আর মানবনা,
জয় বাংলা, বাংলার জয় হবে হবে নিশ্চয়,তোমার আমার ঠিকানা-
বীর বাঙ্গালী অস্ত্র ধরো; বাংলাদেশ স্বাধীন করো এ যে বড় সাধনা।
জয় বাংলা বলে কলমযোদ্ধা ধরেছে কলম মুক্তিযুদ্ধ করতে-
নোয়ায়নি মাথা, নিচু করেনি বুক সম্মুখে শিরদাড় করে টান,
নয় কোন ছাড় সম্প্রীতির আধাঁর সংগ্রামে অধিকার গড়তে-
লড়েছে হতে স্বাধীন মুক্ত হতে পরাধীনতা থেকে গেয়ে মুক্তির গান!
নয়তো কারো বাপ-দাদার সম্পত্তি বা সম্পদ জয় বাংলা স্লোগান-
নয়তো কারো দয়া দাক্ষিণ্য উচ্চারিত শব্দ সৃজিত কথা মালা,
স্বাধীকার অর্জনের সংগ্রাম বিজরিত রয়েছে সাথে তাৎপর্য সম্মান-
এই স্লোগানেই লেগেছিল রক্তে আগুন মুক্তির মন্ত্রে লেগেছিল দোলা!
জয় বাংলা নয়তো কোন দল-গোষ্ঠীর একক পরিচয়ের হাতিয়ার-
জয় বাংলা যে প্রিয় মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধের টান,
এক হয়েছিলো জাতির শ্রেষ্ঠ সন্তানেরা স্লোগানে জয় বাংলার-
জয় বাংলা স্লোগান বাঙ্গালি জাতিকে করেছে বিশ্ববুকে বীরত্বে মহান……
(তারিখঃ এগারো ডিসেম্বর ২০২৪ ঈশায়ী, বুধবার,
রাতঃ ১০:২০__১১:১০, মহকক, চলনবিল,পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট