এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স)কলেজ,
চাটমোহর,পাবনা।
১৯৮৬ সালের ১৫ই ডিসেম্বর রবিবার ভোরে-
আসি এ ভবে পিতা-মাতার মুখে হাসি মেখে,
মনোয়ারা+হালিম কাব্যকুঞ্জে আলো বাড়ে-
দোওয়া করে খুশিতে সকলে আমাকে দেখে…
আত্মীয় স্বজন সবাই আসে যে আকিকাতে-
আনন্দে উদ্বেলিত-উচ্ছাসিত হয়ে সবাই,
ভালোবেসে নেয় কোলে উপহার দেয় হাতে-
আজ সেদিনের সুখে বিরাজ করতে চাই!
হতে চাই প্রিয় সবার প্রকৃত সত্ত্বায় ভবে-
মেখে সত্য-ন্যায়ের ভালোবাসার দ্যূ’তি,
না হলে এ জীবন প্রকৃতই অনর্থক হবে-
সার্থক হতে চাই সবার!ভালোবাসায় অতি!
জন্মদিন আসবে-যাবে জীবনে অনেক বার-
গড়তে হবে মানব জীবন কৃতকার্যে মহান,
বর্ণিল শোভিত যাচিত জীবন কাম্য সবার-
সাধনা ধ্যানে প্রার্থনায় মাবুদ তা করে দান!
ওগো দয়াময় মাবুদ সুস্থ সবল রেখো ভবে-
করি যেনো কাজ সৃষ্টিকুলে মানব কল্যাণে,
নচেৎ জীবন ও শিক্ষাদীক্ষা সকলি বৃথা হবে-
জীবনের প্রতিটি পদক্ষেপ ও মুহূর্ত ঘুণে খাবে।
মানবজীবন সমাদৃত হোক আজ সকলের তরে-
পাক সফলতা পূর্ণতায় মসৃন পথ পরিক্রমা মন,
হোক শুণ্যতা টুকু পরিপূর্ণ কানায় কানায় ভরে-
জন্মদিনের বাসনা হোক আপন সকল দুঃখীজন……
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট