পাবনা থেকে নিজস্ব সংবাদদাতাঃ
পাবনা জেলার চাটমোহর উপজেলাধীন নয় নং ফৈলজানা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোওয়া-আলোচনা সভা অনুষ্ঠিত হয় ফৈলজানা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আইয়ুব হোসেনের সভাপতিত্বে সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) সকাল এগারো ঘটিকার সময় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।
তেপান্নতম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোওয়া মাহফিল আলোচনায় অংশ নিয়ে
ফৈলজানা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ বলেন, আমরা ১৭৫৭ সালের ২৩ জুন স্বাধীনতা হারিয়ে ফেলি ও বিট্রিশ আধিপত্য থেকে ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করি। ধর্মের দোহাই দিয়ে ভাগ হওয়া ভারতবর্ষ আমাদেরকে আবারও পরাধীন করে দেয় সেই ১৯৪৭ সাল থেকে। যার প্রেক্ষিতে ১৯৪৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকনির্দেশনা ও নেতৃত্বে বাংলা ছাত্রলীগ গঠিত হয়। ১৯৪৯ সালের ২৩শে জুন বাংলাদেশ আওয়ামীলীগ গঠিত হয় এদেশের মানুষকে রাজনৈতিক ও ভৌগলিক, অর্থনৈতিক সামাজিক, সাংস্কৃতিক স্বাধীনতা দান করার জন্য।
মাজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও সৈয়দ শামসুল হক আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন! বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারারুদ্ধ অবস্থায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বহু চড়াই উৎরাই পেরিয়ে আওয়ামী লীগ জনগনের ভালোবাসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ১৯৬৬এর ছয়, ১৯৬৯ গন অভ্যূত্থান, ১৯৭০ এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের ভূমিকা অনস্বীকার্য। সর্বোপরি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়। সেদিনের জয় বাংলা স্লোগানের জন্য হাজার হাজার লোক জীবন দিয়েছে। আজ জয় বাংলা স্লোগান কে নিষিদ্ধ করার দাবি উঠেছে তা স্বাধীনতাকে অস্বীকার করার শামিল। তবে জয় বাংলা শুধু একটি দলের স্লোগান হিসেবে জিইয়ে রাখা আমাদের উচিত হয়নি।
আওয়ামী লীগ জনগনের দল! বারংবার আওয়ামী লীগ ষড়যন্ত্রের জালে আটকে গিয়ে পথ হারা হয়েছে। কিন্তু আমাদের মত আপনাদের মত নিবেদিত প্রান কর্মী সমর্থক এই আওয়ামী লীগকে বারংবার ভুল শুধরাতে সহযোগিতা করেছে।
তবে অতিলোভী,অতিউৎসাহী কিছু দূর্নীতিবাজ নেতাদের কারনে আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক হুমকির মুখে পড়েছে। আমাদেরকে বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শের কর্মী হতে হবে।
এস এম মনিরুজ্জামান আকাশ আরো বলেন, মহান মুক্তিযুদ্ধে ও গনতান্ত্রিক সকল আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান বিজয় দিবসে সকল শহীদ বুদ্ধিজীবীসহ সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং আপনাদের সকলের কাছে দোওয়া চাই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায়।আপনারা সকলেই দোওয়া করবেন।
আরো বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ হাবিবুর রহমান (হাবিব)দপ্তর সম্পাদক,ফৈলজানা ইউনিয়ন আওয়ামীলীগ।
উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ আত্তাব আলী মোল্লা ও সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দিন খান।
আওয়ামীলীগ নেতা তৈয়বুর রহমান তৈয়ব মাস্টার,
কৃষকলীগ নেতা তোজাম্মেল হক তোজাম।
আরো উপস্থিত ছিলেন, ফৈলজানা ইউনিয়ন আওয়ামীলীগ ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের অনেক নেতা কর্মীরা।
দোওয়া মাহফিল পরিচালনা করেন মোঃ শামসুল ইসলাম সরদার।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট