সংবাদদাতা:
বাংলাদেশ কবিতা সংসদ, প্রধান কার্যালয়, পাবনার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকাল ৭টায় দূর্জয় পাবনায় পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বেলা ১১ সংসদ কার্যালয়ে কবি মানিক মজুমদার এর সভাপতিত্বে আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। মহান মুক্তিযদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে ১ মিনিটকাল দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। বিজয় দিবস এর তাৎপর্য নিয় আলোচনা করেন ও কবিতা পাঠ করেন সদস্যবৃন্দ। সংসদের ৩১তম প্রতিষ্ঠা বার্র্ষিকী উপলক্ষে ২১ ডিসেম্বর বর্ণাঢ্য বাঙালি সাহিত্য সম্মেলন পাবনা প্রেস ক্লাব ভি আইপি মিলনায়তনে দিনব্যাপী আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। বর্ণাঢ্য সাহিত্য সম্মেলন উপলক্ষে শিশু কিশোরদের শিক্ষামূলক প্রতিযোগিতার পুরষ্কার প্রদান, স্বরচিত কবিতা পাঠ, সেমিনার ও অবহেলিত প্রতিভাবান সাহিত্যিকদের মধ্য থেকে ৫জনকে গুণীজন সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। বাঙালি সাহিত্য সম্মেলনে পাবনার সর্বস্তরের সংস্কৃতিপ্রেমীকদের অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। সভায় বক্তব্য রাখেন কবি আজিজুল হক, কবি আমিনুর রহমান খান, কবি ফিরোজা পারভীন, কবি ফাহমিদা সুলতানা মুক্তি, কবি মৌমিতা মজুমদার মুক্তা, কবি অশ্রু সাগর আনোয়ার, কবি কামরুননাহার, কবি জেবুন্নেসা ববিন, কবি মধুসূদন মজুমদার, কবি সালেহা ইমতিয়াজ, শামসুল আরেফিন, রূপম মজুমদার প্রমুখ। সংসদের গঠনতন্ত্র মোতাবেক জীবন সদস্য পদে আবেদন প্রাপ্তি সাপেসেুনীল চন্দ্র দাস জী,স, নং ৩৭৫ প্রদান করা হয়। এ উপলক্ষে খোলাচোখ সাহিত্য পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট