পাবনা সংবাদদাতাঃ
বাংলাদেশ কবিতা সংসদ পাবনার উদ্যোগে রূপম প্রকাশনী থেকে প্রকাশিত কবি কোহিনূর বেগম শিউলী ও কবি মাহমুদ ইফতেখার এর দুটি কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে ১৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো। পাবনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আখতারুজ্জামান আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন জহুরুল ইসলাম, সম্পাদক প্রেসক্লাব, পাবনা।পাবনার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিগণ শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এস এম মাহবুব আলম সম্পাদক, দৈনিক সিনসা।উপস্থিত দর্শকদেরকে বইদুটির শুভেচ্ছা কপি প্রদান করা হয়। সাহিত্যানুরাগী দর্শক শ্রোতাদের উপস্থিতিতে পরিপূর্ণ ছিল প্রেসক্লাব ভি আই পি মিলনায়তন। আগামী ২১ ডিসেম্বর শনিবার রয়েছে দিনব্যাপী সাহিত্য সম্মেলন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট