কলমেঃ নুসরাত জাহান লাখী
ফরিদপুর।
আকাশের নীল,
তুমি কি আমায় নিয়ে যাবে?
যেখানে প্রেমের কোন অন্ত নেই,
দুঃখের কোন জায়গা নেই !
তুমি নিলে তবেই আমি,
সেখানেই হারিয়ে যেতে চাই চিরদিনের জন্য।
হে নীল আকাশ,
তোমার কাছে প্রেম ও স্বাধীনতা দুটোই পাই আমি,
তোমার বুকে নিঃশব্দে ভেসে থাকা মেঘগুলো,
আমায় শেখায় মুক্তির মন্ত্র! তুমি কি জানো?
তোমার প্রতিটি মেঘ,
আমার স্বপ্নের ভাষা লেখে!
তোমার নীল গভীরতায় আমি হারিয়ে যাই।
তোমার প্রতিটি শূন্যতায় খোঁজে পাই,
অপরিসীম ভালোবাসার ছোঁয়া।
তোমার মেঘের খেলায় দেখি,
আমার প্রেমের অনন্ত রূপ !
হে নীল আকাশ, তুমি কি জানো?
তোমার গভীরতায় আমার প্রেমও মুক্তি পায়,
আমার স্বাধীনতাও পূর্ণ হয়!
(তারিখঃ ২০ ডিসেম্বর ২০২৪ঈশায়ী)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট