✒️মোঃ মনিরুজ্জামান মনির
আমি যখন ছোট ছিলাম,
বাবা গেছেন মারা।
এখন বাবা বর্তমানে,
নীল আকাশের তারা।
হাজার তারার মাঝে বাবা,
মিটি মিটি জ্বলে।
খোকা তুমি কেমন আছো,
আমায় বাবা বলে।
জীবন যুদ্ধে যোগ দিয়েছি,
আছি আয়ুর ট্রেনে।
আকাশ থেকে রোজ দেখে তাই,
বাবা আমায় চেনে।
আমি অনেক বড়ো হলাম,
স্মৃতির দুয়ার খুলে।
বাবা আমায় চিনতে পারে,
আমি গেছি ভুলে।
সেই যে কবে হাত ছেড়েছি!
পাই না যে সেই হাত।
অন্ধকারে ডুবে আছি,
আসে না প্রভাত।
বাবা বোধহয় সুখেই আছে,
ঐ আসমানের গায়।
মাঝে মাঝে স্বপ্নে আসে,
স্বপ্নে চলে যায়।
আমার খুবই ইচ্ছে করে,
তাকে দেখে আসি।
রাত্রি হলে একা একা,
নয়ন জলে ভাসি।
আমি কখন ভিসা পাবো,
যাবো বাবার কাছে।
নিজের চোখে দেখবো বাবা,
কতো সুখে আছে।
(ভাঙ্গুড়া,পাবনা-০১৭২১৮৪৯৮১৮)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট