যশোরে মাদরাসা ছাত্রকে বলাৎকার, রিকশাচালক আটক
যশোরে ১১ বছরের মাদরাসা ছাত্রকে বলাৎকার করার অভিযোগে হালিম মিয়া (৫০) নামে চালককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে কোতোয়ালি থানার এসআই বিমান তরফদার শহরের খড়কি এলাকা থেকে আটক করে।
আটক হালিম শহরে শংকরপুর জিরো পয়েন্ট চাতালের মোড়ের মৃত ওসমান সরদারের ছেলে।
ভুক্তভুগেী মাদরাসা ছাত্রের মা অভিযোগ করে বলেন খড়কি এলাকায় একটি মাদরাসা হিফজ বিভাগে পড়ে। এবং ওই মাদরাসায় হোস্টেলে থেকে লেখা পড়া করে। ৩-৪ মাস যাবৎ সে মাদরাসা থেকে বিভিন্ন জায়গা চলে যেতো। এবং রিকশাচালক হালিমের সাথে আমার ছেলের পরিচয় ঘটে। গত ৬ ও ৭ সেপ্টেম্বর রিকশায় করে হালিম রিকসায় করে তার বাসায় নিয়ে বায়ুপথে ধর্ষণ করে। সর্বশেষ আজ সকাল ৯টার দিকে আমার ছেলে শিশুকে খড়কি পীরবাড়ি রেললাইনের কাছে সুপারি বাগানে নিয়ে বলাৎকার করে।
জানতে চাইলে কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, রিকশাচালক হালিম মিয়াকে এসআই বিমান আটক করেছে। থানায় নিয়মিত মামলা হাওয়ার প্রস্তুতি চলছে
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট