মোঃ শাহরিয়ার রিপন- চট্টগ্রাম,
সিএমপি’র আকবরশাহ থানার অভিযানে শটগান কার্তুজ দেশীয় অস্ত্রশস্ত্র সহ হাতেনাতে ৫ জন সন্ত্রাসী আটক করেছে বলে জানাগেছে,
সিএমপি’র পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মহোদয় এর সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও পাহাড়তলী জোনের সহকারী পুলিশ কমিশনার এর তত্ত্বাবধানে, আকবরশাহ থানার অফিসার ইনচার্জ রোজিনা খাতুন এর নেতৃত্বে এসআই(নি:) মোঃ সাজ্জাদ হোসেন সংগীয় এএসআই(নি:) মোঃ রাশেদুল ইসলাম ও সংগীয় ফোর্স সহ
আকবরশাহ্ থানার জিডি নং-১১২৫, তারিখ-২২/১২/২০২৪খ্রিঃ মূলে সঙ্গীয় ফোর্স এবং রোমিও-৪৪(নৈশ) এর অফিসার ফোর্স সহ অভিযান ডিউটি করাকালে আকবরশাহ্ থানাধীন লতিফপুর সোনা মিয়া রেল গেইট এলাকায় অবস্থানকালে ২৩/১২/২০২৪খ্রিঃ তারিখ রাত ১:২৫ মিনিটের সময় সংবাদ পান যে, ১১/১২ জনের একটি ডাকাত দল ডাকাতি করার উদ্দেশ্যে আকবরশাহ্ থানাধীন ৯নং ওয়ার্ডস্থ মিরপুর আবাসিক বড় গ্যাস লাইন এলাকার জঙ্গল ছলিমপুর পাকা রাস্তার উপর সমবেত হয়েছে। সংবাদের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে থানা এলাকায় নিয়োজিত সঙ্গীয় ফোর্স ও রোমিও-৪৪(নৈশ) এর অফিসার ও ফোর্সসহ ২৩/১২/২০২৪ ইং তারিখ রাত ০২:০০ টার সময় তথায় উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পেয়ে উপরোক্ত আসামীরা দিক-বেদিক দৌঁড়াইয়া পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উপরে ৫ জন আসামীদেকে গ্রেফতার করতে সক্ষম হইলে অন্যান্য আসামীরা রাত্রের অন্ধকারের মধ্যে কৌশলে পালাইয়া যায়। শোর চিৎকার শুনিয়া আশপাশের লোকজন এগিয়ে আসলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করলে, তারা নিজেরা নিজেদের নাম-ঠিকানা সহ পলাতক আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করে। আসামীরা আরো জানায় যে, আটক আসামীরা সহ অন্যান্য পলাতক ও অজ্ঞাতনামা আসামীরা মীরপুর আবাসিক এলাকার বাসা-বাড়ীতে ডাকাতি করার উদ্দেশ্যে ঘটনাস্থলে সমবেত হয়ে ডাকাতির পরিকল্পনা করিতেছিল। অতঃপর উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদেরকে তল্লাশি করিলে ধৃত ১নং আসামী আব্দুল হামিদ (২৩) এর হেফাজত হইতে পরনের প্যান্টের বাম পকেটে থাকা সাত রাউন্ড রাবার বুলেট, যাহার ২টির পিছনে ইংরেজিতে CHIDDTE- 12, লেখা, ৩টির পিছনে ইংরেজিতে *12*12*12*12 লেখা, ২টির পিছনে ইংরেজিতে *12*12* লেখা আছে, ২নং আসামী মোঃ রবিউল ইসলাম (২৮) ডান হাতে থাকা একটি স্টিলের চাইনিজ কুড়াল, যাহার দৈর্ঘ্য-১৯.৫ ইঞ্চি, যাহার ধারালো অংশের দৈর্ঘ্য-৫.৫ ইঞ্চি, ০৩নং আসামী মোঃ ইউসুফ (২৫) এর ডান হাতে থাকা একটি দেশীয় তৈরি লোহার ছোরা, যাহার কাঠের বাটসহ দৈর্ঘ্য-২২.৪ ইঞ্চি, ধারালো অংশের দৈর্ঘ্য-১৩.৫ ইঞ্চি, ০৪নং আসামী গোলাম রব্বানী (২৫) এর হেফাজত হইতে একটি পুরাতন টিপ ছোরা, যাহার দৈর্ঘ্য-৯.৮ ইঞ্চি, যাহা বন্ধ অবস্থায়-৫.২ ইঞ্চি, ৫নং আসামী মোঃ সুমন (৩৫) এর হেফাজত হইতে একটি স্টীলের তৈরী ছোরা, যাহার হাতলসহ দৈর্ঘ্য-১৬ ইঞ্চি, যাহার ধারালো অংশের দৈর্ঘ্য-১৩.৮ ইঞ্চি, যাহার গায়ে ইংরেজিতে SOWRD লেখা প্রাপ্ত হইয়া ২৩/১২/২০২৪খ্রিঃ তারিখ রাত ০২:৫০ ঘটিকার সময় সড়কে থাকা পর্যাপ্ত বৈদ্যুতিক বাতির আলোতে জব্দ তালিকা মূলে জব্দ করেন এবং জব্দ তালিকায় সাক্ষীদের আসামীর স্বাক্ষর গ্রহণ করেন। আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানায়, বর্ণিত আসামীরা পেশাদার ডাকাত দলের সদস্য। আসামীরা দীর্ঘদিন যাবত মীরপুর আবাসিক এলাকা, শাপলা আবাসিক এলাকা সহ সহ আশপাশ এলাকায় বিভিন্ন বাসায় সহ চলাচলরত যাত্রী ও পথচারীদের অস্ত্রের ভয় দেখাইয়া ছিনতাই ও ডাকাতি করিয়া আসিতেছে। গ্রেফতারকৃত আসামীরা পেশাদার ছিনতাইকারী ও সক্রিয় ডাকাত দলের সদস্য। গ্রেফতারকৃত, পলাতক ও অজ্ঞাতনামা আসামীরা দেশীয় তৈরি অস্ত্র-শস্ত্র নিয়া পরস্পর জ্ঞাতসারে ডাকাতির উদ্দেশ্যে উল্লেখিত স্থানে সমবেত হইয়া ও প্রস্তুতি গ্রহণ করিয়া পেনাল কোড আইনের ৩৯৯/৪০২ ধারার অপরাধ করিয়াছে।
গ্রেফতারকৃত আসামী ১। আব্দুল হামিদ (২৩), ২। মোঃ রবিউল ইসলাম (২৮), ৩। মোঃ ইউসুফ (২৫), ৪। গোলাম রব্বানী (২৫), ৫। মোঃ সুমন (৩৫), পলাতক আসামী ৬) মোঃ এরশাদ হোসেন প্রঃ এরশাদ (৩৫), ৭) মোঃ তারেক আকবর (২০), ৮) মোঃ স¤্রাট (২০), ৯) মোঃ খোকন(২৮) সহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে পাহাড়তলী থানার মামলা নং ১৩, তাং ২৩/১২/২০২৪ ইং, ধারা- পেনাল কোড ১৮৬০ আইনের ৩৯৯/৪০২ রুজু করা হইয়াছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট