চট্টগ্রামে মিঠাছাড়া বাজারের রস্তা বেহাল দশা দেখার যেন কেউ নেই।এ রস্তা দিয়ে চলাচল করে প্রচুর জানবাহন কিন্ত দীর্ঘ দিন যাবৎ এ রাস্তা দিয়ে গাড়ি যাতায়াতের ফলে রাস্তাটি জাগায় জাগায় বড় বড় গর্ত হয়েছে। কিন্ত মেরামতের কোন বালাই নাই। মিঠাছড়া বাজারে প্রচুর পরিমাণ যানঝড়,পুতপাত দোকান ও বিভিন্ন শ্রেণির ব্যাবসাীয়ি মালামাল পিকাপ গাড়ি থেকে আনলোড়িং করার খেত্রে বাজার সড়কে গাড়ি দাঁড়োর জন্য, এবং বাজার সড়কে লেগুনা গাড়ি চলাচলের জন্য প্রচুর পরিমাণ যানঝড় থাকে, লাইন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এদের অভিযোগ, এরা আরো বলেন অল্প বৃষ্টিতে বেহাল দশা মিঠাছড়া বাজার থেকে বামুনসুন্দর মহাসড়কে প্রচুর পরিমাণ দুর্ভোগ,এ দুর্ভোগের থেকে সাধারন মানুষ বাচতে চায়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট