✒️🎙️এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ, চাটমোহর, পাবনা।
💐উৎসর্গঃ প্রিয় ভাবী ফেরদৌস শশী,
(অ্যাডভোকেট,
বাংলাদেশ সুপ্রীম কোর্ট)-কে উৎসর্গীত🥀
প্রিয় ভাবীর জন্মদিনে ভাবি দেবো কি উপহার-
ভাবনায় নিঃস্ব মন শিহরিত হচ্ছে যে বারংবার,
ভাবী আজকে আমার ভাবনায় ছিলোনা বলে-
লিখিনি কবিতা! বাসনায় এ কথা ছিলাম ভুলে।
ভাবীর সাথে পরিচয় আমার এইতো কিছুদিন আগে-
কি উপহার দেবো ভাবছি আত্মবিশ্বাসে কাব্যে অনুরাগে,
ভাবতে ভাবতে ভাবনায় সময় যে যায় তড়িৎ বয়ে-
উপহার কি দেবো জন্মদিনে ভাবীর দেবর পরিচয়ে!
এমন উপহার দেবো কিছু হবে যা ব্যতিক্রম অনন্য-
জন্মদিনের উপহারে ভাবী আমার হবে প্রফুল্লতায় ধন্য,
স্থির করে মনোসংযোগ;বসে পড়ি টেবিলে পুলকিত মনে-
দেবো এমন উপহার যা পায়নি ভাবী যে কোন জন্মদিনে।
সম্পর্ক নির্নয়ে কভুও হয়নি কথায় পরিমাপ ওজন-
জানাই শুভ কামনা দূর অজান্তে থেকেই নেক সম্ভাষণ,
শুভ জন্মতিথি ফিরে আসুক জীবনে বারংবার ভূতটে-
সাফল্যের ছোঁয়ায় জীবন কাটুক মানব সেবায় অপকটে!
হৃদয়ের দ্বার খুলে ভাবনায় ভাবতে কাটুক শুভক্ষন-
ভাই-ভাবীর পরিবারের সকলের জীবন হোক সুখের সর্বক্ষণ,
দেবো কি যে উপহার ভাবি!দোয়া প্রার্থনায় এই শুভক্ষনে-
দিলাম লিখে কাব্য কথা উপহার প্রিয় ভাবীর শুভ জন্মদিনে!
(তারিখঃ আঠাশে ডিসেম্বর ২০২৪ঈশায়ী,
শনিবার, সন্ধ্যা সাতটা_সাতটা পঁচিশ, মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ,চলনবিল, পাবনা।)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট