এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর,পাবনা।
ভালোবাসতে যে মন লাগে তা ফেলেছি হারিয়ে-
আজ আমার দুঃখ গুলো যায় আমাকে মাড়িয়ে,
ছিলোনা মনে কোন ঘোরপ্যাচ কিম্বা কোন অজুহাত-
তবে কেনো আজ দেখি তোমাতে আমাতে এত তফাৎ!
একই পথের পথিক হয়েও বহুদূর ব্যবধানে এ জীবন-
হারাতে বসেছে পথ!এ সময়ে করে যোজন-বিয়োজন,
মন তো শিশির বিন্দুতে ভেজা সকাল বেলার শুভ্রতায়-
দেখে শুনে বুঝে এ মন ভোগ বিলাসীতে সদা মত্ত রয়!
পেতে গিয়ে খুঁজে ফিরে তোমার চিত্তে তোমায় আশায়-
হয়তো বোঝনি তুমি ওগো তা দুর্ভাবনায় রুপের পশরায়,
স্বত্ত্বায় চিত্তে উৎকর্ষ আকর্ষণে সমর্থ মন জানালা খুলে-
প্রতীক্ষার প্রহরে অপেক্ষায় থাকে আপন স্বকীয়তা ভুলে!
হয়তো ভালোবাসে মন আমার ছোট বাসায় কাউকে-
তপ্ত জীবনের তরণীতে খেয়া বাইতে আবদ্ধ দুঃখ-সুখে,
বিষাদ বিরহে মৃতপ্রায় মনের গলিতে তোমার প্রবেশ-
শ্যামল বর্ণ তোমার ঐ হৃদয়ে জড়িয়েছে মুক্ত আবেশ!
বসে লিখি শুয়ে-শুয়ে ভাবি যা দাড়াবার সাহস কুড়ায়-
ফিসফিসিয়ে কখনোবা অবলুপ্ত এ মন প্রেমে জড়ায়,
বলে কথা সহসাই বয়ে বেড়ায় না বলা কথা যন্ত্রনা রাশি-
সময়ের সদ্ব্যবহারে বলতে গিয়েও বলেনা ভালোবাসি!
দায়িত্বের বেড়াজ্বালে জ্বলে পুড়ে হয়ে ওঠে এ জীবন-
কঠিন থেকে কঠিনতর পরিশ্রমের বিনিময়ে অতি আপন,
ইচ্ছে গুলো মরে যায়, মন হয় বিরাগী অপ্রত্যাশিত ঘায়-
বাঁচার প্রেরণাটুকু ছেড়ে দিয়ে প্রেমিকমন স্বকীয়তা হারায়…..
(তারিখঃ ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার,সকালঃ০৭:০৪__৭:৩০,
মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ,চলনবিল, পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট