(স্টাফ-রিপোর্টারঃএস এম এম আকাশ)
পাবনা জেলার চাটমোহর উপজেলার “চাটমোহর বড়াল পাঠাগার উন্নয়ন প্রকল্প” এর নামে সরকারি অরৃথ বরাদ্দ নিয়ে অস্তিত্বহীন প্রকল্পের মাধ্যমে অর্থ লোপাটের অভিযোগ ওঠায়
চাটমোহর দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন লোকাল পত্রিকা দৈনিক আমাদের বড়াল সম্পাদক ও দৈনিক ইত্তেফাক-এর চাটমোহর সংবাদদাতা হেলালুর রহমান জুয়েল। এমন সময় তাকে ওই পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে, যখন অবস্থানগত অস্তিত্ববিহীন চাটমোহর বড়াল পাঠাগার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে সরকারের ৫০ হাজার টাকা লোপাটের বিষয়টি নিয়ে চাটমোহরের সর্বত্র আলোচনা চলছে। তিনি ওই প্রকল্পের বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ছিলেন। হেলালুর রহমান জুয়েল পদত্যাগ করেছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। তার পদত্যাগ ও পদত্যাগের কারণ নিশ্চিত করেছেন চাটমোহর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কামটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
এদিকে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, অস্তিত্ববিহীন চাটমোহর বড়াল পাঠাগার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত দুর্নীতির খবর ‘সাপ্তাহিক সময় অসময়’সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে এমন প্রকল্পে তার সম্পৃক্তার বিষয়টি নজরে আসে জেলা দুর্নীতি দমন বিভাগের। এরপর তাকে মৌখিকভাবে দু’টি ‘অপশনের’ কথা জানানো হয়। এর একটি নিজে থেকে পদত্যাগ, অন্যটি তার বিষয়ে বিধি অনুযায়ী সাংগঠনিক পদক্ষেপ নেওয়া। পরে জুয়েল ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। চাটমোহর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কামটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেন, পদত্যাগপত্রটি কমিটির সভায় গৃহিত হয়েছে এবং পাবনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে বিষয়টি অবগত করা হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট