(স্টাফ-রিপোর্টার)
পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের পবাখালী (মধ্যপাড়া) নিবাসী সাবেক ইউপি সদস্য প্রয়াত আজহার আলী মেম্বারের প্রথম স্ত্রী জহুরা বেগম(৮৫) অর্থাৎ ডেকোরেটর ব্যবসায়ী মোঃ আলতাব হোসেন ও জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী মোঃ আব্দুর রাজ্জাক শিমুল এ বড় আম্মা আজ বৃহস্পতিবার (২ রা জানুয়ারী ২০২৫) ভোর ছয় ঘটিকার সময় বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন
(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)
তার মৃত্যেুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দান করেছেন ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান হাফিজ, ফৈলজানা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জাকির হোসেন। ব্যাংক এশিয়া ফৈলজানা শাখা, চাটমোহর পাবনার ব্যবস্থাপক এস এম মোহসীন আলম। হিড়িন্দা বাজার সম্মিলিত ঔষধ ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ ডাঃ এম বরকত উল্লাহ।
মরহুমা জহুরা বেগম পাবনা জেলার বিশিষ্ট কবি কলামিস্ট সাংবাদিক গবেষক গীতিকার পরিবেশ মানবাধিকার কর্মী গ্রিন পিস বাংলা পাবনা জেলা শাখা’র সভাপতি,
দৈনিক খবর পদ্মাসেতুর স্টাফ-রিপোর্টার-
প্রভাষক এস এম মনিরুজ্জামান (আকাশ) ফুফু আম্মা।
মরহুমার গর্ভজাত এক কন্যা ছিলো, যে কন্যা শিশু কালেই ইন্তেকাল করেছেন। পরে সন্তানাদি না হওয়ায় এই মহিয়সী রমনী স্বামীকে দ্বিতীয় বিয়ে করান। পরবর্তীতে সতীনের ঘরে পাঁচ পুত্র সন্তান জন্মগ্রহণ করে। সতীনের সন্তান হলেও কেউ কোন দিনও বুঝতে পারেনি যে এই সন্তানেরা তার গর্ভজাত সন্তান নয়। মৃত্যুকালে মরহুমা পাঁচ পুত্র-পুত্র বধূ , নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাযা আজ বৃহস্পতিবার দুপুর আড়াই ঘটিকার সময় হিড়িন্দা দারুল আমান হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় ও পরে হিড়িন্দা গোরস্থানে দাফন করা হবে ইনশাআল্লাহ।
মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকল মুমিন মুসল্লী ও দেশবাসীর কাছে দোওয়া চেয়েছেন মরহুমার পাঁচ পুত্র।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট