পাবনা জেলার বিশিষ্ট কবি লেখক ও সাহিত্য সংগঠক-সমাজ সংস্কার কবি ডাঃ আব্দুল হালিম মাস্টার এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ( ২রা জানুয়ারী ২০২৫ইং) সকাল সাড়ে সাত টার সময় কচুগাড়ী জান্নাতুল মাওয়া গোরস্থান মক্তবের উদ্যোগে কবি ডাঃ আব্দুল হালিম মাস্টারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোওয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবি ডাঃ আব্দুল হালিমের কর্মময় জীবনের উপর আলোচনা করে ফাতেহা শরীফ পাঠ অতঃপর দোওয়া করা হয়।
উল্লেখ্য ৩১ শে ডিসেম্বর ২০২৪ ইং মঙ্গলবার বাদ আসর কুরআন খতম, ফাতেহা শরীফ পাঠ অতঃপর মোনাজাত করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়
কবি ডাঃ আব্দুল হালিম মাস্টার স্মৃতি সাহিত্য সংসদের উদ্যোগে আয়োজিত দোওয়া আলোচনা অনুষ্ঠান হিড়িন্দা বাজার জামে মসজিদ ও কচুগাড়ী পূর্ব পাড়া বায়তুন নূর জামে মসজিদে।
দোওয়া ও মিলাদ মাহফিলে অংশ গ্রহন করেন কচুগাড়ী জান্নাতুল মাওয়া গোরস্থান ও মক্তবের শিক্ষার্থীরা ও তত্বাবধায়ক মোঃ বদর উদ্দিন সরকার।
দোওয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন উক্ত মক্তবের মোদাররেস হাফেজ মাওলানা মোঃ সুলাইমান হোসেন।
উল্লেখ্য কবি ডাঃ আব্দুল হালিম মাস্টার (সরদার) গত ৩১শে ডিসেম্বর ২০২২ইং (বিকেল ০৩:৩০ ঘটিকা) হার্ট অ্যাটাক করে ইন্তিকাল করেন।
পহেলা জানুয়ারী ২০২৩ইং সকাল- ১০:০০ ঘটিকায় জানাযা শেষে সকাল- ১০:২০ ঘটিকায় কচুগাড়ী জান্নাতুল মাওয়া গোরস্থান (ফৈলজানা, চাটমোহর, পাবনা)এ দাফন করা হয়।
কবির বড় ছেলে বিশিষ্ট কবি-কলামিস্টসাংবাদিক-গীতিকার পরিবেশ মানবাধিকার কর্মী প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ দেশবাসী সহ সাহিত্য অনুরাগীদের সকলের কাছে পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোওয়া চেয়েছেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট