রিশাদ হোসেন,দিনাজপুর (খানসামা) প্রতিনিধিঃ
বিদ্যা অর্জন করা ছাত্র জীবনের অন্যতম কর্তব্য হলেও ছাত্র জীবনের প্রধান দায়িত্ব হচ্ছে নিজেকে,পরিবারকে, দেশ ও দেশের মানুষকে সুখী সুন্দর করে গড়ে তোলা।
গ্রুপ ডিগ্রীয়ান বার্তা,ইছামতি ডিগ্রি কলেজের অধ্যায়নরত ও সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে তৈরি। শিক্ষার্থীরা নিজেদের প্রধান দায়িত্ব হিসেবে দেশ ও দেশের মানুষকে সুখী সুন্দর গড়ে তোলার উদ্যোগ নেন।
শীতকালের আগমনী বার্তা,শৈত্যপ্রবাহ উত্তরের জনপথের মানুষের জীবন-জীবিকার উপর বিরূপ প্রভাব ফেলে। কর্মহীন,খেটে খাওয়া অসহায় মানুষদের কাছে শীতবস্ত্র ক্রয় সাধ্যহীন হয়ে পড়ে।শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শুরু করেন,গ্রুপ ডিগ্রীয়ান বার্তা।সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি শীত বস্ত্র বিতরণের কার্যক্রম সক্রিয় করার জন্য ব্যবসায়ী,শিক্ষক সহ সকল পেশার মানুষ আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা করে করেন।
এর ধারাবাহিকতায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার, ১নং নশরতপুর ইউনিয়নের ৮ টি ওয়ার্ড জুড়ে সকাল-সন্ধ্যা, তিন দিনে দুই শতাধিক পরিবারের কাছে গিয়ে শিক্ষার্থীরা শীতবস্ত্র বিতরণ সম্পন্ন করেন।
শীত বস্ত্র বিতরণ শেষে চার জন সাবেক ও বর্তমান শিক্ষার্থীর সাথে আমাদের শীত বস্ত্র বিতরণনিয়ে মতবিনিময় করা হয়।
আব্দুর রশিদ বলেনঃ আমাদের আশপাশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে সবাইকে,নিজ দায়িত্বে,অসহায়দের সাহায্য সহযোগিতা করে সব সময় পাশে থাকতে হবে।শীত বস্ত্র বিতরণ কার্যক্রমে সাহায্যকারী সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা।
রবিউল ইসলাম রানা বলেনঃ সকলে মিলে শীতার্তদের পাশে দাঁড়ানোটা আনন্দের। আলহামদুলিল্লাহ, বর্তমান সময়ে প্রচন্ড ঠান্ডা হওয়ার কারনে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের এলাকার মানুষ । এই শীতে সামান্য উপহার নিয়ে আমরা তাদের পাশে দাড়াই।অনেকজন আমাদেরকে টাকা দিয়ে কার্যক্রমে সহযোগিতা করেছেন তাদেরকে ও অনেক ধন্যবাদ।
সামিউল ইসলাম বলেনঃআমরা যখন মানুষের বাসায় গিয়েছি বেশ কয়েকটি বিষয় খেয়াল করছি। আমরা যদি মানবতার কাজ গুলোকে এগিয়ে নিতে পারি তাহলে তাহলে সকলেই উপকৃত হবে।মানুষ মানুষের জন্য, তাই আমাদের মানবতার কাজ গুলো করা দরকার। ডিগ্রীয়ান বার্তা সেই কাজ গুলোই করে যাচ্ছে।
মুহাম্মাদ আল-আমিন আনসারী বলেনঃ২০০ শত কম্বল কেনা ও বিতরন করা মোটেও সহজ ছিলো না।প্রথমে আমরা সহপাঠীদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের ফুল সাপোট দেয়।কলেজের সাবেক ছাত্র বড়ভাই যথেষ্ট সাপোর্ট ও সু পরামর্শ দিয়েছে আমাদের। তাদের পরামর্শক্রমে বাসায় গিয়ে দিয়ে আসার পরিকল্পনা করা হয়। যদিও এভাবে বিতরন করাটা কষ্টকর তবুও আমরা সফল, আলহামদুলিল্লাহ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট