(এস এম এম আকাশঃনিজস্ব প্রতিনিধি)
পাবনা জেলার চাটমোহর উপজেলায় সুদ মুক্ত ঋণ প্রদান করা হয়েছে ৭৪৩২ জনকে । ঋণের পরিমাণ সবোর্চ্চ ৫০ হাজার টাকা। মোট ঋণের পরিমাণ =১৬,৬৯৮,৯৭৪/= এভাবে লিখা হয়েছে। যা বুঝতে কষ্ট কর ও কথায় লিখা যায় না। বয়স্ক ভাতা দেয়া হয় ৯০৪১ জনকে। ভাতার পরিমাণ প্রতি মাসে ,৬০০/- টাকা। বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা ফ পান ৫০৯১জন।। ভাতার পরিমাণ প্রতি মাসে ,৫৫০/- টাকা। অসচ্ছল প্রতিবন্ধী ভাতা পান ৪৮৩০ জন।। ভাতার পরিমাণ প্রতি মাসে ,৮৫০/- টাকা। হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা পান ০৮ জন।। ভাতার পরিমাণ প্রতি মাসে ,৬০০/- টাকা। অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা পান ১১৪ জন।। ভাতার পরিমাণ প্রতি মাসে ৫০০/- টাকা।
প্রতিবন্ধি শিক্ষাথীদের জন্য শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয় ১০৬ জনকে। স্তর অনুযায়ী ৯০০/-,৯৫০/-৯৫০/-ও ১৩০০/- টাকা। এখানে ৯৫০/- টাকা দুইবার লিখার কারন কি? অনগ্রসর শিক্ষাথীদের জন্য শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয় ২১ জনকে।স্তর অনুযায়ী ৮০০/-,১০০০/–ও ১২০০/- টাকা। প্রতিবন্ধিতা শনাক্তকরণের মাধ্যমে আইভি ( সুবর্ণ নাগরিক) কার্ড বিতরণ করা হয় ৫১০০ জনকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতাল সমাজসেবা কার্যক্রম (রোগী কল্যাণ সমিতি) ১টি। সেবা প্রদান করা হয় ৯০০ জনকে। বেসরকারি এতিমখানাসমূহের জন্য ক্যাপিটৈশন প্লান্ট প্রদান ৬ টি এতিম খানা। ১৬১ জনকে।মাথাপিছু মাসিক ভাতা ৩০০০/-। নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমুহ ১১৬ টি। চালু ৯০ টি এবং অচালু ২৬ টি। রোগী দে আর্থিক সহায়তা প্রদান ৯১ জনকে(২০২৩-২৪)। উপজেলা সমাজকল্যাণ পরিষদ হতে এককালীন আর্থিক সহায়তা প্রদান ব্যক্তি ১৪৪ জন, প্রতিষ্ঠান ৩৮ টি। ভিক্ষুক পূনবাশন ও বিকল্প কর্মসংস্থান জড়িপকৃত ভিক্ষুকের সংখ্যা ১০৩ জন। পুনর্বাসিত ভিক্ষুকের সংখ্যা ১০ জন।
প্রবেশন কার্যক্রমে ১০৭ জন। জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ অনুষ্ঠানে প্রদানকৃত তথ্যের আলোকে তৈরি প্রতিবেদন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট