1. admin@dailykhoborpadmasetu.com : admin :
  2. admin@popularhostbd.com : PopularHostBD :
চাটমোহর উপজেলার সমাজ সেবা অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে কিছু কথা-কিছু কথা - দৈনিক খবর পদ্মা সেতু
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন

চাটমোহর উপজেলার সমাজ সেবা অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে কিছু কথা-কিছু কথা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

(এস এম এম আকাশঃনিজস্ব প্রতিনিধি)

পাবনা জেলার চাটমোহর উপজেলায় সুদ মুক্ত ঋণ প্রদান করা হয়েছে ৭৪৩২ জনকে । ঋণের পরিমাণ সবোর্চ্চ ৫০ হাজার টাকা। মোট ঋণের পরিমাণ =১৬,৬৯৮,৯৭৪/= এভাবে লিখা হয়েছে। যা বুঝতে কষ্ট কর ও কথায় লিখা যায় না। বয়স্ক ভাতা দেয়া হয় ৯০৪১ জনকে। ভাতার পরিমাণ প্রতি মাসে ,৬০০/- টাকা। বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা ফ পান ৫০৯১জন।। ভাতার পরিমাণ প্রতি মাসে ,৫৫০/- টাকা। অসচ্ছল প্রতিবন্ধী ভাতা পান ৪৮৩০ জন।। ভাতার পরিমাণ প্রতি মাসে ,৮৫০/- টাকা। হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা পান ০৮ জন।। ভাতার পরিমাণ প্রতি মাসে ,৬০০/- টাকা। অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা পান ১১৪ জন।। ভাতার পরিমাণ প্রতি মাসে ৫০০/- টাকা।
প্রতিবন্ধি শিক্ষাথীদের জন্য শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয় ১০৬ জনকে। স্তর অনুযায়ী ৯০০/-,৯৫০/-৯৫০/-ও ১৩০০/- টাকা। এখানে ৯৫০/- টাকা দুইবার লিখার কারন কি? অনগ্রসর শিক্ষাথীদের জন্য শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয় ২১ জনকে।স্তর অনুযায়ী ৮০০/-,১০০০/–ও ১২০০/- টাকা। প্রতিবন্ধিতা শনাক্তকরণের মাধ্যমে আইভি ( সুবর্ণ নাগরিক) কার্ড বিতরণ করা হয় ৫১০০ জনকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতাল সমাজসেবা কার্যক্রম (রোগী কল্যাণ সমিতি) ১টি। সেবা প্রদান করা হয় ৯০০ জনকে। বেসরকারি এতিমখানাসমূহের জন্য ক্যাপিটৈশন প্লান্ট প্রদান ৬ টি এতিম খানা। ১৬১ জনকে।মাথাপিছু মাসিক ভাতা ৩০০০/-। নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমুহ ১১৬ টি। চালু ৯০ টি এবং অচালু ২৬ টি। রোগী দে আর্থিক সহায়তা প্রদান ৯১ জনকে(২০২৩-২৪)। উপজেলা সমাজকল্যাণ পরিষদ হতে এককালীন আর্থিক সহায়তা প্রদান ব্যক্তি ১৪৪ জন, প্রতিষ্ঠান ৩৮ টি। ভিক্ষুক পূনবাশন ও বিকল্প কর্মসংস্থান জড়িপকৃত ভিক্ষুকের সংখ্যা ১০৩ জন। পুনর্বাসিত ভিক্ষুকের সংখ্যা ১০ জন।
প্রবেশন কার্যক্রমে ১০৭ জন। জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ অনুষ্ঠানে প্রদানকৃত তথ্যের আলোকে তৈরি প্রতিবেদন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews