1. admin@dailykhoborpadmasetu.com : admin :
  2. admin@popularhostbd.com : PopularHostBD :
❤️❤️তোমাকে প্রথম দেখে!❤️❤️ - দৈনিক খবর পদ্মা সেতু
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

❤️❤️তোমাকে প্রথম দেখে!❤️❤️

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

তোমাকে আমি বেসেছি ভালো-
জীবনে দেখেছি প্রথম বার,
তুমি হবে কি নয়নের আলো-
যদি চাও দেবো এ হৃদয় উপহার!
আশা আত্মবিশ্বাস চরম সাধনাতে-
থাকে প্রেমিক প্রেমিকা সর্বক্ষন মেতে…

আমি আঁকি তোমাকে নয়নের রঙে-
তুমি কি দেখোনা তোমার ছবি,
আমি থাকি তোমায় বিহীন ঢংয়ে-
ব্যর্থ প্রানে হয়ে অবরুদ্ধ এক কবি!
যাচিনা অবস্থান কোথায় তোমার-
আমি পাবো কিনা তোমার সুব্যবহার…

জীবন-যৌবন উত্তপ্ত বেসামাল-
আশা ও কামনায় চাই তোমায়,
তুমি হয়োনা অপরের প্রেমে কাঙ্গাল-
তুমি ভ্রমেও ফিরিয়ে দিওনা আমায়!
যত সাধনা তোমারই প্রানে আমার-
হবে জীবন তোমাকে ছাড়া হাহাকার…

বাসি ভালো বাসবো ভালো শুধু তোমাকে-
যদিও তুমি তা বুঝতে পারবেনা,
তোমার সুখেই সদা থাকবো আমি সুখে-
তবুও পাবো কিনা এ জীবনে ক্ষমা!
তোমার কোমল প্রানে প্রার্থনা রবে-
আমায় বিহীন তোমার জীবন কি পুর্ন হবে……!

✒️এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-.
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি(অনার্স)কলেজ,
চাটমোহর, পাবনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews