(স্টাফ রিপোর্টার)
পাবনা জেলার চাটমোহর উপজেলা থেকে চাটমোহর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ তিনজন’কে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারী ২০২৫) সকালে তিনজনকে চাটমোহর থানা পুলিশ বিস্ফোরক আইনে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত তিনজন হলেন, চাটমোহর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আবুল হায়াত কামাল জুয়েল মির্জা, চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসাইন, হান্ডিয়াল ইউনিয়ন ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক মোঃ আব্বাস আলী,
আটককৃত আদালতে বিচারের জন্য প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিয়ে নানা মহলে নানা গুজন আলোচনা-সমালোচনা চলছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন মহল থেকে যে, মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র মুলক উদ্দেশ্য কতিপয় ব্যক্তিরা যোগ সাজসে গ্রেপ্তারের ব্যবসা করছেন। অনেক মামলার বাদী অনেক আসামিকে চেনেন না এমনকি সনাক্তও করতে পারেন না। বিভিন্ন মামলার তথ্য থেকে জানা যায় যে, বিগত আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন মামলায় অনেক আসামীদেরকে বাদী সনাক্ত করতে পারেনি। পুলিশ প্রশাসন বা স্থানীয় নেতৃবৃন্দের যোগসাজসেও অনেক নিরীহ মানুষ ভুক্তভোগী হয়েছেন।
এ বিষয়ে পরিবেশ মানবাধিকার সম্প্রীতি স্লোগান বাহী আন্তর্জাতিক সংগঠন গ্রিনপিস বাংলা, পাবনা জেলা শাখার সভাপতি প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ বলেন যে, বিগত দিনের মানবাধিকারের বিষয়ে বলতে গেলে সে সব কথা আপনারা ভালোভাবেই জানেন!
তবে পতিত সরকার বলেন, অথবা ছাত্রজনতার সরকার বলেন- মানবাধিকারের অবস্থা সেই একই! আগে যারা নিয়ন্ত্রণ করতো প্রশাসন এখন অপর পক্ষগুলো নিয়ন্ত্রণ করছে। কিন্তু নিরীহ নিরপরাধ লোকদের ক্ষেত্র বিশেষে হয়রানির শিকার হতে হচ্ছে এটাই উদ্বেগের কারণ, এটাই আশংকার বিষয়।
বিষয়গুলো নিয়ে সুনিবিড় ভাবে পর্যবেক্ষণ করতে আদালতের প্রতি অনুরোধ করেছেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট