চিংড়িতে অপদ্রব্য পুশ করায় পাইকগাছায় কপিলমুনির হাউলিতে ভ্রাম্যমান আদালতে একতা ফিসকে জরিমানা।
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের হাউলীতে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় হাউলিতে অবস্থিত একতা ফিসকে ভ্র্যাম্যমান আদালতে দশ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা মৎস্য সিনিয়র কর্মকর্তা টিপু সুলতান ৷জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর (রোববার) সকাল সাড়ে ১০টার দিকে চিংড়ি মাছে পুশ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চিংড়ি মাছে পুশ করা অবস্থায় একতা ফিসের স্বত্বাধিকারী আবজালকে হাতে নাতে ধরার পর ১০ হাজার টাকা জরিমানা করে ভ্র্যাম্যমান আদালত ৷পরে অপদ্রব্য পুশ করা ৫ কেজি চিংড়ি মাছ মাটিতে পুঁতে ফেলা হয় ৷এ সময় মৎস্য সিনিয়র কর্মকর্তা টিপু সুলতান জানান ,ভ্র্যাম্যামান আদালত চলমান থাকবে। এছাড়াও যাঁরা এ কাজের সাথে জড়িত থাকবে তাদেরকে জরিমানা আদায় ছাড়াও শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি৷
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট