মোঃ মকবুল হোসেন
স্টাফ রিপোর্টার
রংপুর।
ব্যাটারিচালিত যানবাহন চলাচলে গাইবান্ধা পৌরসভার সিদ্ধান্ত ৩ দিন বন্ধ ও ৩ দিন চালুর প্রতিবাদে একদিনের কর্মবিরতি পালন করছেন ব্যাটারিচালিত যানবাহন মালিকরা। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী লোক ও শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
আজ (৮ জানুয়ারি) বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা শহরে এই কর্মসূচি পালন করছেন তারা। রিকশা ও অটোরিকশা বন্ধ থাকায় হেঁটে জরুরি কাজ করতে হচ্ছে তাদের।
ব্যাটারিচালিত যানবাহনের মালিকরা জানান, জেলা শহরে অটোরিকশা বেশি হয়েছে দাবি করে পৌর কর্তৃপক্ষ ব্যাটারিচালিত যানবাহনগুলোকে ২ কালার করে দেয়। ৩ দিন হলুদ কালার বন্ধ রেখে তিন দিন সবুজ কালার যানবাহন চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করে। এমন সিদ্ধান্ত বন্ধের দাবিতে কর্ম বিরতির ডাক দেন তারা।
তারা জানান, একটানা ৩ দিন করে রিকশা চালানো বন্ধ রাখলে তাদের পরিবার নিয়ে বিপাকে পড়তে হবে। ৭ দিন চালানোর অনুমতিসহ ৫ দফা দাবি না মানলে আবারও তারা বৃহত্তর আন্দোলন করবেন।
৫ দফা দাবিগুলো হলো
১. ইজিবাইক, অটো রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহন চলাচলে রং করে তিন দিন বন্ধ ও তিন দিন চালুর সিদ্ধান্ত বাতিল।
২. ব্যাটারিচালিত যানবাহনেরি নিবন্ধন, লাইসেন্স ও রুট পারমিট বিআরটিএ কর্তৃক প্রদান ও নীতিমালা প্রণয়ন।
৩. গাইবান্ধা শহরের যানজট নিরসনের লক্ষ্যে বাইপাস সড়ক নির্মাণ, শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ইজি বাইক স্টান্ট নির্মাণ এবং পৌর ফি বার্ষিক ১০০০ টাকা নির্ধারণ।
৪. গাইবান্ধা পৌরসভার টোকেন ও প্লেট বাণিজ্য, জুলুম হারানি বন্ধ, পৌরসভায় চলাচলকারী চালকদের স্বল্পমূল্যে রেশন প্রধান।
৫. প্রতিটি সড়ক-মহাসড়কে ইজিবাইকসহ স্বল্পগতির যানবাহনের জন্য আলাদা লেন বা সার্ভিস রোড নির্মাণ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট