মোঃ মকবুল হোসেন
স্টাফ রিপোর্টার
আজ (৮ জানুয়ারি) বুধবার সন্ধ্যায় রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকাবাসীর আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া মাহফিলের পূর্বে আলোচনায় ১৪নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ৩ বারের সফল ও স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি নেতা এনামুল হক প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- শঠিবাড়ি কলেজের অধ্যাপক মোজাহিদুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম মন্ডল, সাবেক বিএনপি আতিকুর রহমান রাঙ্গা, সাবেক বিএনপি নেতা রেজাউল ইসলাম মাস্টার, সাবেক ছাত্রনেতা সুমন সরকার।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রদল নেতা আরিফ প্রধান, স্বেচ্ছাসেবকদল নেতা জিকরুল ইসলাম।
বিএনপির উপজেলা নেতৃবৃন্দ বলেন, বিগত ১৫ বছর ৩৬ বার বেগম খালেদা জিয়ার মেডিকেল টিম গঠন করে বিদেশে চিকিৎসার জন্য আবেদন করলেও সেটা হতে দেয়নি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। অথচ ফ্যাসিস্ট সরকার বিদায় নিলো নির্মমভাবে এবং সেই দলের প্রধান দেশ ছাড়া হলেন। এখন দেশনেত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া সম্মানের সঙ্গে চিকিৎসা নিতে দেশের বাইরে গেছেন।
এসময় বক্তারা অনতিবিলম্বে এই আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সুষ্ঠু বিচারের দাবি জানান। পরে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করেন শঠিবাড়ীবাসী।
উক্ত আলোচনা শেষে
অবসরপ্রাপ্ত শিক্ষক শাহাবুদ্দিনের পরিচালনায়
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া মোনাজাত করা হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট