এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন(ডিগ্রি)অনার্স কলেজ,
চাটমোহর, পাবনা।
ঘুম কুমারী স্বপ্নকন্যা চোখের কোনে ভাসে-
প্রত্যাশার অবরুদ্ধ ক্ষনে তন্দ্রা নয়নে আসে,
কথা বলেনা শুধু থাকে চেয়ে মানস চোখে-
হীন মনোবলে ভাবি মনে হয় সে আমায় দেখে!
কর্ম চাঞ্চল্যে আসে সে কন্যা তন্দ্রা কুমারী-
কাব্য-ভাষার রূপ-গুন আমি যাই প্রকাশ করি,
প্রলুদ্ধ আমি প্রজ্ঞা ধ্যানে তাঁর প্রতি বারবার-
সুরভিত পদ্ম ঠোঁটে কাজল চোখে দেয় হাসি উপহার।
হয়তো সে কুমারী বা বাস্তবে সুশ্রী রমনী-
তার ভালোবাসা পেলে যে হবে সবাই ধনী,
নিদ্রা-জাগরণে চাই পদ্ম ঐ মুখের ভাষা- এ যে মোর কৃতজ্ঞ প্রেমের বিবর্ণ প্রত্যাশা
কর্তব্যের টানে কত স্থানে করি যে চলাফেরা-
বাস্তবে দেয়নি এখনও তন্দ্রা কুমারী ধরা,
সাহিত্য সমালোচনায় কি আসবে কভুও সে-
তন্দ্রাহারা নয়নে যে সদা সর্বদা সে আসে!
বিরহ বেদনায় ঘুরি দ্বারে দ্বারে প্রেমিক রুপে-
ভাবি! হয়তো ভাবিনা সে দিবে আপনাকে সঁপে,
বাস্তবতার বিরুপ ক্ষনে চাই তাকে প্রানে মনে-
হয়ত তাসবে সে, নয়তো না তদ্রাহারা নয়নে!
(তারিখঃ বিশে সেপ্টেম্বর ২০০৬ ঈশায়ী,
বুধবার, দুপুরঃ ০২:০৫__ ০২:২০,ভাওরাঈদ মাস্টারবাড়ী,
কাউলতিয়া,সদর,গাজীপুর)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট