এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।
সুত্রঃ রোমানা আক্তার চাঁদ বন্ধুবরেষু উৎসর্গীত)
চাঁদ ঝলকায় রুপ তার রাতে-
জাগায় প্রেরণা নিঃসংকোচে প্রতিরাতে,
বাসি ভালো কত গুলো চাঁদ কে-
তারা কি বুঝতে পারেনা এ প্রীতি-তে!
কত আকাশের বুকে মেঘে
দেয় ঢেকে চাঁদের ঐ রুপ,
তবুও আকাশ থাকেনা দুঃখে
যদিও অমানিশা থাকে বিরুপ!
আকাশের বুকে পুর্ণতায় চাঁদ
রাতের আকাশ করে উজ্জ্বল,
অপরের কাছে করে ধার আলো চাঁদ
তবুও খোলেনা মুখ থাকে চঞ্চল!
প্রদান করে আলো নিঃশ্বেষ হয়
পায়না ভালোবাসা মানুষের কেনো,
মানুষ অকৃতজ্ঞ স্বার্থপরতায় রয়
বুঝেও বোঝেনা শুনেও শোনেনা যেনো!
একি ধর্ম হওয়া উচিত মানুষের
পাবো কিনা এমন মানুষ ভবে,
চাঁদের প্রতি করতে ভালোবাসা ঢেড়
এমন মানুষ কি নেই সংসারে তবে…
(রচনাকালঃ২৭শে মে’২০০৫ঈশায়ী,
বিকেলঃ ০৬:০০__০৬:১৭,
কবি ফার্মেসী, হিড়িন্দা বাজার, ফৈলজানা, চাটমোহর, পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট