মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।
নারায়নগঞ্জ জেলার রুপগন্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ২নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় অস্বচ্ছল ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক ও রুপগঞ্জের কৃতি সন্তান মোঃ কাওছার মিয়া, এসিএমএ।
শুক্রবার (১০ জানুয়ারি) জুমার নামাজের পর মোঃ কাওছার মিয়ার বাড়ীতে শীতবস্ত্র বিতরনের আয়োজন করা হয়। এ সময় কাঞ্চন পৌরসভার ২ নং ওয়ার্ডের অসহায় পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
পরে বিরাব মধ্যপাড়া, বড়বাড়ী মসজিদ প্রাঙ্গণে প্রবীন বিএনপি নেতা মোঃ জাবের হোসেনের তত্বাবধানে এবং উত্তর বিরাব, লালটেক মোঃ রাসেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, নারায়নগঞ্জ জেলা ছাত্রদল, এর তত্ত্বাবধানে ওনার নিজ বাড়ীতে কম্বল বিতরণ করা হয়। এসময় ওয়ার্ডের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোঃ কাওছার মিয়া জানান, শীত মৌসুমে অস্বচ্ছল পরিবারগুলো শীতে কষ্টে থাকে, বয়স্ক মানুষের অনেক কষ্ট হয়। তাদের পরিবারের শিশু কিশোররা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে দুর্ভোগের শিকার হয়। অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করতে পেরে তিনি অনেক আনন্দিত। এবছর প্রায় ৫০০ অসহায় ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হচ্ছে। অতীতেও তিনি এ ধরনের কর্মসূচীর আয়োজন করেছেন। ভবিষ্যতেও অসহায় গরীব মানুষদের পাশে সেবামূলক বিভিন্ন কাজ নিয়ে তিনি থাকতে চান।
কম্বল নিতে আসা কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, সব সময়ই তাদের সুখে-দুঃখে মোঃ কাওছার মিয়ার সহোযোগিতা পাাওয়া যায়। শীতের মধ্যে এই কম্বল পেয়ে তারা অনেক খুশি এবং মোঃ কাওছার মিয়া সামনে যেন আরো সহোযোগিতা করতে পারে এই প্রত্যাশা করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট