কলমে : মোঃ আব্দুল হান্নান
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
হাজার যুগের শ্রেষ্ঠ বাঙালী,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ভালবাসায় ছিল পূর্ণ হৃদয়
ছিল না অভিমান।
গরীবের সুখে হাসতেন তিনি ,
গরিবের দুখে কানতেন
গরীব-ধনী সব মানুষকেই
অনেক ভালোবাসতেন,
কারো মনে আঘাত দিয়ে করত না অপমান
হাজার যুগের শ্রেষ্ঠ বাঙালি ,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
নিজের ভালো না ভেবে গড়ীবকে
নিয়ে করতো পেরেশান
বাঙালি জাতির জনক হলো
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বাংলাদেশ টাকে স্বাধীন করে পেল
বিশ্ব নেতার অবদান
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।
নিজের গায়ের চাদর খুলে,
রাস্তায় মানুষকে দিত
রাস্তায় কোন মানুষ কষ্ট
থাকলে তা দেখে কষ্ট পেত
খারাপ মানুষের বিরুদ্ধে
তিনি করিত অভিযান
হাজার যুগের শ্রেষ্ঠ বাঙালি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
নামঃ আব্দুল হান্নান
পিতাঃ মোঃ নূর হোসেন
গ্রাম পবাখালী
থানা চাটমোহর
মোবাইল নাম্বার 01760636474
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট