মোঃ মকবুল হোসেন
স্টাফ রিপোর্টার
রংপুরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের (নেসকো) প্রিপেইড মিটার স্থাপন বিষয়ক মতবিনিময় সভার প্রেজেন্টেশনে বঙ্গবন্ধুর ছবিসহ মুজিববর্ষের লোগো ব্যবহার করা নিয়ে তুমুল হট্টগোল হয়েছে। সংক্ষুদ্ধদের প্রতিবাদে পণ্ড হয়ে গেছে মতবিনিময় সভা। আজ (১৩ জানুয়ারি) সোমবার দুপুরে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে।
সভায় তীব্র প্রতিবাদ জানিয়ে উপস্থিত অংশীজনরা জানান , পরিকল্পিতভাবে ফ্যাসিবাদ পুনর্বাসনের নকশা বাস্তবায়নের চেষ্টা করছে প্রশাসন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, সমাধান না হওয়া পর্যন্ত রংপুরে প্রিপেইড মিটার লাগানোর কার্যক্রম বন্ধ থাকবে। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ জানানো হবে।
উক্ত ঘটনায় দুঃখ প্রকাশ করে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে নেসকো কর্তৃপক্ষ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট