মোঃ মকবুল হোসেন, স্টাফ রিপোর্টার :
আদালতের দেয়া তদন্ত সম্পন্ন না করায় যশোরে আলীমুজ্জামানন মিলন নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এক আদেশে এ সাজা দিয়েছেন।সাজা পাওয়া আলীমুজ্জামান যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি পলাকত থাকায় গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন বিচারক।মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ২৮ আগস্ট যশোর সদর উপজেলার দলেননগর গ্রামের নিজাম বিশ্বাসের মেয়ে বৃষ্টি খাতুন তার স্বামীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। ওই সময় বিচারক অভিযোগটি গ্রহণ করে লেবতুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছিলেন।তদন্তকারী কর্মকর্তা নির্ধারিত তারিখের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেননি। তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য আদালতে সময়ের আবেদনও করেননি।তদন্ত প্রতিবেদন জমা না দেয়ায় সর্বশেষ ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি বিচারক চেয়ারম্যানকে আদালতে উপস্থিত হয়ে জবাব দেয়ার আদেশ দেন। তদন্তকারী কর্মকর্তা চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন আদালতে উপস্থিত না হওয়ায় ওই বছর ২ জুলাই আবারও ব্যাখা চেয়ে আদেশ দেয়া হয়। ধার্য্য দিন ১৯ ডিসেম্বরও তদন্তকারী কর্মকর্তা চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।সর্বশেষ মামলার ধার্য দিনে তদন্ত সম্পন্ন না করায় এবং আদালতের আদেশ অমান্যের অপরাধে চেয়ারম্যান আলীমুজ্জামান মিলনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট