এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর পাবনা।
সাবধানে চোখ পাল্টি দাও ভেবোনা অতটা দূর্বল-
দূর্বলেরা মার খেলেও হারায়না কভূও মনোবল,
তিলে তিলে ঘা সয়ে যায় থাকে সুদিনের আশায়-
ভাবে সবটুকু ঋন শোধিবে সেদিনের ভালোবাসায়!
আজকে তোমার দ্বারে এসেছে সুদিনের হাতছানি-
ভূলে যেওনা বিগত দিনের স্মৃতিপট করুন কাহিনী,
তুমিও সমর্থক আমিও যে সমর্থক দুই দলে দুইজন-
প্রয়োজনে আমাদের প্রয়োজন হয় ভেবেছো বন্ধুজন!
তুমি আজ পুলকিত মসনদের দিকে অগগ্রামী বলে-
সময় তোমাকেই ব্যবহার করবে দেখে নিও সময় হলে,
তুমিও কর্মী আমিও কর্মী মাঝখানে দুইটা ভিন্ন দল-
প্রায়শ্চিত্তেই মানুষ ভোগে নিঃরবে ভোগ করে কর্মফল।
করেছি অতি উৎসাহী হয়ে হাসি ঠাট্টা চলতে যে পথে-
হয়তো চলতে পারিনি যে পথ ন্যায় ও বিচক্ষনতার সাথে,
বিগত দিনের ভুল করা ভুল তোমরা কভূ করোনা ভাই-
তুচ্ছতাচ্ছিল্য কৃত ভুলের তরে আজ অভিজ্ঞতা যোগাই!
অনুতপ্ত হয়ে প্রতিবাদ করছি চোখ পাল্টি দাও সাবধানে-
যতটা ভেবেছো দূর্বল তুমি! অতটাও দূর্বল নই এই জীবনে,
তুমি যদি ভয়ে অভিভূত করো আমি দুরে পালিয়ে যাবো-
সময়-সুযোগের সম্মিলনে তোমাকে সুদ সমেত দেখে নেবো!
সময় আছে সাবধান হও! বুঝে না বুঝে করোনা অপধার-
সহ্যের সীমা লঙ্ঘন করো না, ভেঙ্গে দিওনা প্রতিবাদের বাঁধ,
চলছো এখন ফুরফুরে মেজাজে,চলো ভালোলাগা বয়ানে-
সময় থাকতে ভালো হয়ে যাও চোখ পাল্টি দাও সাবধানে…..
(তারিখঃ তেরোই জানুয়ারী ২০২৫ ঈশায়ী, রাত-৩:১০__৩:৩৫, সোমবার, মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ,
ডাকঃ কুয়াবাসী, উপঃ চাটমোহর, জেলাঃ পাবনা-৬৬১০)
মহকক
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট