এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।
(সুত্রঃ বিজ্ঞ লার্নেড মোঃ রজব আলী (ঢাকা বার),
এইচ এম আক্তারুজ্জামান শাহীন(বাগের হাট বার,
মিশিলা রহমান মিশু (যশোর বার),
হাবিবা খানম ইপা (কিশোরগঞ্জ বার) কে উৎসর্গীত)
তোমরা আমার কতটা আপন এ কথা কি জানো-
হয়তো আমায় আপন ভাবো! নয়তো পর মানো,
তোমাদের যে কতটা স্মরন করি হৃদয়ের গভীর থেকে-
বুঝতে পারবে পদক্ষেপে আমার আচার আচরন দেখে!
তোমাদের ছায়া দেখি রোজ আমার প্রিয় আঙ্গিনায়-
সারাক্ষণই তোমাদের সাথে আমার মন থাকতে চায়,
বিরহ-বেদনা সাধনা-আরাধনায় তোমাদের মনে পড়ে-
দোওয়া করি তোমাদের প্রানে কল্যানে আল্লাহর দরবারে!
দিনে রাতে রোজ কাজের মাঝে কিংবা পড়ার ছলে-
দোওয়া করি তোমাদের তরে ভালোবেসে হতে সফলে,
তোমাদের পথ পরিক্রমা হোক মানব কল্যাণে সদা-
এ বিনিসুতোর অটুট বন্ধন থাকে যেনো আমৃত্যকাল বাঁধা!
তোমাদের পদচারণায় ধন্য হোক আমার হৃদয়ের গহীন-
ভুল বোঝাবুঝিতে না হয় যেনো আমাদের হৃদয় মলিন,
ধন্য হোক তোমাদের ধরা প্রকৃতি-আবহ পরিবেশ-
তোমাদের কর্মচাঞ্চল্যে সজীব ও নির্মল হোক বাংলাদেশ।
তোমাদের প্রতি অব্যক্ত ভালোবাসাটুকু থাকুক গোপন-
লোকে জানুক আর নাইবা জানুক তোমরা কত আপন,
ভালোবাসা ধন্য আমি তোমাদের পেয়ে আলোক ধরায়-
আমার এ মন কৃতজ্ঞ চিত্তে যেনো তোমাদের প্রানে হারায়……
(তারিখঃ চৌদ্দ জানুয়ারী ২০২৫ ঈশায়ী,রোজঃ মঙ্গলবার,
রাতঃ ১০৩৫__১১:২৫, মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ,
ফৈলজানা,চাটমোহর,পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট