এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।
এমন যদি হতো…
তুমি আর আমি হতাম প্রজাপতির মতো-
উইড়া উইড়া ফুলে ফুলে মধু খাইতাম অবিরত।।
এমন যদি হতো…
তুমি আর আমি ডানা মেলে ঐ দুর আকাশে-
উড়াল দিতাম এই হৃদয়ের ভালোবাসা প্রকাশে।।
ভালোবাসা না পেলে প্রেমিক হৃদয় হয় ক্ষত-বিক্ষত-
উইড়া উইড়া ফুলে ফুলে মধু খাইতাম অবিরত…
এমন যদি হতো…
তুমি আর আমি প্রেমের টানে প্রমত্তা নদীর মোহনায়
সাতার কাটতাম দুই জন মিলে হারিয়ে দুর অজানায়।।
ভালোবাসা বিলিয়ে দুজন সুখী হতাম রীতিমতো-
উইড়া উইড়া ফুলে ফুলে মধু খাইতাম অবিরত…
তারিখঃ চৌদ্দ জানুয়ারী ২০২৫ ঈশায়ী,
সকালঃ ১০:৫০__১১:১০, সোহাগবাড়ী,ডিকশিবিল, ফৈলজানা, চাটমোহর, পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট