এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর,পাবনা।
তোমার কৃতকর্মে ব্যর্থতার ভার বইবেনা কেউ-
কেউ বলবেনা তার চেয়ে বেশি ভালোবাসা তোমার,
যদি তুমি চলতে পারো পথে সঠিক রাস্তা খুঁজে পাও-
ভীর মাড়িয়ে এসে পাশে বসবে বলবে সে আমার!
দেখেছি হাজারও প্রমান পেয়েছি কার্যত জীবনে-
মানুষ সফলতার পিছনে গা ছেড়ে নিমগ্নে ছোটে,
পেয়েছি-গেছে অনেক বন্ধু পাশ কেটে এ ভুবনে-
ব্যর্থতায় পর্যবসিত থাকলে বোবা মুখেও বুলি ফোটে!
হতে সফল করো সাধনা জীবনের গতি পথ পরিক্রমায়-
পাবেনা হাত ধরে পথ চেনানোর লোক নিঃস্বার্থভাবে,
সবাই নিজের বলবে তোমাকে গলা ছেড়ে সাফল্যের ছোঁয়ায়-
তোমাকে কদর্যহীন অবমুল্যায়িত করে জলে ডোবাবে!
যার যতটুকু করবে উপকার তার চেয়ে বেশি সে করবে ক্ষতি-
যদি সম্ভবপর না হয় রটাবে বদনাম করতে হেয় প্রতিপন্ন,
উপকারীর অপকার করাই প্রকারন্তরে হয়তো চিরাচরিত রীতি-
জন্ম তাদের অপবাদ বদনাম ছড়িয়ে ছিটিয়ে অপদস্ত করার জন্য…
যার কাছে যতটুকু সম্মান প্রাপ্য ততটুকু পাবে অবহেলা-
জগৎ রীতিনীতি সবলের পক্ষে, দূর্বলের পক্ষে নেই কোন বিধান,
ভালোমন্দ সবাই খায় কমবেশি সৎলোকের ভাত জোটেনা দুইবেলা-
হয়তো ভাবি এই জগৎটাই এমন সয়ে যায় নিরঃবে শত অপমান!
পনেরো জানুয়ারী ২০২৫ ঈশায়ী, বুধবার,সকালঃ০৮:৪০__১২__১১:৪০__১১:৫০,মহকক, চাটমোহর,পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট