স্টাফ-রিপোর্টাটারঃ
উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের সমাজবিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে চারদিন ব্যাপী অনুষ্ঠান মালা ঘোষণা করে মঙ্গলবার (১৪ জানুয়ারী ২০২৫) সন্ধ্যায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সমাজবিজ্ঞান বিভাগের রজত জয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করেন জনাব প্রফেসর মো. আব্দুল আওয়াল মিয়া (অধ্যক্ষ-সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পাবনা)। উপলক্ষে আয়োজিত উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মো.আব্দুল আউয়াল মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড.এ কে এম শওকত আলী খান স্যার সহ অন্যান্য শিক্ষক মন্ডলীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জনাব মো. আক্তারুজ্জামান।
আয়োজক কমিটির নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।
সমাজবিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী অনুষ্ঠানের প্রধান আকর্ষন ছিলো বৃহস্পতিবার (১৬ জানুয়ারী ২০২৫)
প্রধান আকর্ষণ হিসেবে পাবনা এডওয়ার্ড কলেজে সমাজবিজ্ঞান বিভাগে বিগত দিনে যে সকল শিক্ষক মন্ডলীরা শিক্ষকতা (অধ্যাপনা) করেছেন সকল সম্মানিত শিক্ষকমন্ডলীরা উপস্থিত ছিলেন। আর যে সকল শিক্ষক মহোদয়গন আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন তাদের পক্ষ থেকে তাদের মিসেসগনকে আমন্ত্রণ করে সম্মান জানানো হয়। সম্মাননা জানানোসহ অবদানের স্বীকৃতি স্বরুপ পদক ট্রফি হাতে তুলে দেওয়া হয়।
১৯৯৮-১৯৯৯ শিক্ষাবর্ষে সমাজবিজ্ঞান বিভাগে অনার্স শ্রেণীর শুভ যাত্রা শুরু হয়। ১৯৯৮-১৯৯৯ শিক্ষাবর্ষ প্রথম ব্যাচ এবং ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ ছাব্বিশতম ব্যাচ। প্রথম ব্যাচ থেকে ছাব্বিশতম ব্যাচের মিলন মেলা ছাত্র-ছাত্রী ও শিক্ষকমন্ডলীদের মিলন মেলা সত্যি সত্যিই অসাধারণ মুহূর্তের সাক্ষী হলো পাবনার ছাত্র সমাজ তথা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ।
স্মৃতিচারন করতে গিয়ে হাসি-কান্না আবেগ-উচ্ছ্বাসের এক নৈসর্গিক আবহ পরিবেশ তৈরী হয়। সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডঃ একে এম শওকত আলী খান, প্রফেসর ডঃ মোঃ আমিরুল ইসলাম, প্রফেসর তৌহিদুর রহমান, সহযোগী অধ্যাপক পারভীন আখতার খানম,প্রভাষক মোঃ শফিকুল ইসলাম সহ (যে সকল শিক্ষক মন্ডলীরা সমাজবিজ্ঞান বিভাগে এডওয়ার্ড কলেজে কর্মরত ছিলেন) বর্তমানে বিভিন্ন কলেজ থেকে আগত শিক্ষক মন্ডলীরা স্মৃতিচারণ করেন।
ছাব্বিশ ব্যাচ থেকে স্যার-ম্যামদের সাথে জড়িত স্মৃতি বিজড়িত কাহিনী, মুহূর্তের কথা তুলে ধরেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। পরে রাফেল ড্র অনুষ্ঠিত হয়।
এছাড়াও রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে বিভিন্ন পন্যের সমাহার নিয়ে স্টল বসেছে। খাদ্য-পন্য মেলা সহ বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে স্টল গুলোতে।
২০০৬-২০০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণ রজতজয়ন্তীর অনুষ্ঠানকে প্রানবন্ত করেছে। বিশেষ করে মনিরুজ্জামান রনি তানজিমুল, সম্রাট জাহাঙ্গীর আলম, আবিদ হাসান, রাসেল আহমেদ রুদ্র,আব্দুল ওয়াহাব, আরিফুল ইসলাম, মোঃ হামিদুল ইসলাম, জামিলুর রহমান সবুজ,আলমগীর শাহরিয়ার, আরিফুল ইসলাম,আমিরুল ইসলাম, ইমরুল কবির,শামীম হোসেন, তারিক রহমান,ফানাফিল্লাহ, সুমন মালাকার,রমেশ সরকার, নয়ন মোল্লা,তানজীর হালিম,রোজি,জান্নাতুল ফেরদৌস কণা,কামরুল হাসান,শেখ শিতল,মনিরা সাঈদ,হাফিজুর রহমান, ফরিদ উদ্দিন, লাভলী ইয়াসমিন, দোলন সরকার,কবি এস এম মনিরুজ্জামান আকাশ।
শুক্রবার শেষ দিবসে রজতজয়ন্তী উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। শুক্রবার প্রধান আকর্ষণ থাকবে বাংলার গায়েন রাসেল মৃধা, সাবরিনা এহসান পড়শী সহ ক্লোজ আপ ওয়ান তারকা।
শুক্রবার সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তী ঘটবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট